অক্ষর কাকে বলে? অক্ষর কত প্রকার ও কি কি?

কোনো শব্দের যতটুকু অংশ একটানে বা এক ঝোঁকে উচ্চারিত হয়, তাকে অক্ষর বলে। ছন্দ বিজ্ঞানে অক্ষরকে ‘দল’ বলা হয়। যেমন :আমি। আমি = আ+মি (এখানে দুটি অক্ষর আছে)।

 

অক্ষর কত প্রকার ও কি কি?

অক্ষর দুই প্রকার। যথা– ক. স্বরান্ত অক্ষর এবং খ. ব্যঞ্জনান্ত অক্ষর।

ক. স্বরান্ত অক্ষর : যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে স্বরান্ত অক্ষর বলে। যেমন- ভাষা = ভ + আ + ষ + আ; আশা = আ + শ + আ।

খ. ব্যঞ্জনান্ত অক্ষর : যে অক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়, তাকে ব্যঞ্জনান্ত অক্ষর বলে। যেমন শীতল = শী + তল; পবন = প + বন।

 

ধ্বনি ও অক্ষরের মধ্যে পার্থক্য কি?

ধ্বনি ও অক্ষরের মধ্যে পার্থক্য হলোঃ

ধ্বনি

  • ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। ধ্বনি দুভাগে বিভক্ত। যেমন– স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি।
  • ধ্বনি হচ্ছে ভাষার মূল একক।
  • ধ্বনিতে একটিমাত্র প্রতীক বা বর্ণ ব্যবহৃত হয়।
  • মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে গেলে বাগযন্ত্রের মাধ্যমে যে অর্থদ্যোতক শব্দ সৃষ্টি করে সেই সার্থক শব্দই হল ধ্বনি।
  • ধ্বনির উদাহরণ : অ, ক।

অক্ষর

  • অক্ষর হচ্ছে এক বা একাধিক ধ্বনির সমষ্টি, যা বাগযন্ত্রের সামান্য প্রয়াসে উচ্চারিত হয়। অক্ষর দুভাগে বিভক্ত। যেমন– ১. স্বরান্ত ও ২. ব্যঞ্জনান্ত।
  • অক্ষর হচ্ছে শব্দের একক।
  • অক্ষরের লিখিত রূপে এক বা একের অধিক বর্ণ ব্যবহৃত হয়।
  • কোন শব্দ উচ্চারণের সময় আমরা সে শব্দকে ভেঙে উচ্চারণ করি। উচ্চারণের এই ভাঙা অংশটিকে অক্ষর বলে।
  • অক্ষরের উদাহরণ ‘আকাশ’ শব্দে দুটি অক্ষর আছে ‘আ’ এবং ‘কাশ’।

 

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। অক্ষর কী?

ক) বর্ণ

খ) ধ্বনি

গ) বাক্য

ঘ) কথার টুকরো অংশ

সঠিক উত্তর : ঘ

২। উচ্চারণের একক কী?

ক) বর্ণ

খ) ধ্বনি

গ) অক্ষর

ঘ) শব্দ

সঠিক উত্তর : গ

 

Tags :

  • অক্ষর কাকে বলে অক্ষর কত প্রকার ও কী কী উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও
  • ধ্বনি কাকে বলে
  • বিবৃত কাকে বলে
  • ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ডকে কি বলা হয়
  • অক্ষরের গঠন প্রকৃতি
  • ধ্বনি বর্ণ অক্ষর কাকে বলে
  • অক্ষর বৃত্ত ছন্দ কাকে বলে
  • অক্ষর কয়টি
  • অক্ষর কাকে বলে কত প্রকার কি কি?
  • অক্ষর বলতে কী বোঝায়?
  • হলন্ত অক্ষরকে কী অক্ষর বলে?
  • দল ও অক্ষরের মধ্যে পার্থক্য কি?
  • সকাল কি বর্ণ দিয়ে তৈরি?
  • মাত্রা বা কলা কত প্রকার?
  • শব্দের ক্ষুদ্রতম একক কি?
  • মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর কি?
  • মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন?
  • বর্ণ ও অক্ষর
  • অক্ষর কাকে বলে সংজ্ঞা
  • বর্ণ কাকে বলে
  • হলন্ত অক্ষর
  • Bono kake bole
  • অক্ষর অর্থ কি
  • Akkhor kake bole

Leave a Comment