অ্যাডার কি? অ্যাডার কত প্রকার ও কি কি?

Electronics

অ্যাডার (Adder) হচ্ছে এমন একটি সমবায় সার্কিট (Combination Circuit), যার সাহায্যে বাইনারি সংখ্যার যোগ করা যায়। যেহেতু কম্পিউটারের যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করা হয় তাই অ্যাডার একটি গুরুত্বপূর্ণ সার্কিট। অ্যাডার দুই প্রকার। যথা–

১. অর্ধযোগের বর্তনী বা হাফ-অ্যাডার : দুই বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহৃত হয় তাকে হাফ-অ্যাডার বলে।

২. পূর্ণ যোগের বর্তনী বা ফুল-অ্যাডার : দুই বিট যোগ করার পাশাপাশি যে অ্যাডার ক্যারি বিট যোগ করে তাকে ফুল-অ্যাডার বলে। হাফ অ্যাডারে Carry input থাকে না অর্থাৎ, কোনো যোগে একটি ক্যারি উৎপন্ন হলে তা পরের দু’টি বিটের যোগফলের সাথে যোগ করা যায় না। কিন্তু ফুল অ্যাডারের দু’টি বিটের যোগফলের সাথে পূর্বের উৎপন্ন ক্যারি যোগ করা যায়। অর্থাৎ, Full Adder-এর কাজ হলো তিনটি বিট (দু’টি বিট ও একটি পূর্ববর্তী পর্যায়ের ক্যারি) যোগ করা।

 

হাফ-অ্যাডার ও ফুল-অ্যাডার এক নয় কেন?

দুই বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহৃত হয় তাকে হাফ-অ্যাডার বলে। অপরদিকে দুই বিট যোগ করার পাশাপাশি যে সমন্বিত বর্তনী ক্যারি বিট যোগ করে তাকে ফুল-অ্যাডার বা পূর্ণ যোগ কারক বর্তনী বলে। হাফ-অ্যাডারে ক্যারি বিট যোগ করতে পারে না কিন্তু ফুল-অ্যাডার ক্যারি বিট যোগ করতে পারে। সুতরাং হাফ-অ্যাডার ও ফুল-অ্যাডার এক নয়।

 

Tags :

  • ফুল অ্যাডার কাকে বলে
  • হাফ অ্যাডার কাকে বলে
  • হাফ অ্যাডার ও ফুল অ্যাডার পার্থক্য
  • হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন
  • রেজিস্টার কাকে বলে
  • একটি ৪ বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুনতে পারে
  • আপ কাউন্টার কাকে বলে
  • Subtractor কাকে বলে
  • What is Adder?
  • মৌলিক গেইট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *