HomeChemistryঅ্যামিনো অ্যাসিড কি? অ্যামিনো অ্যাসিড এর কাজ কি?

অ্যামিনো অ্যাসিড কি? অ্যামিনো অ্যাসিড এর কাজ কি?

অ্যামিনো এসিড (Amino Acid) হলো প্রোটিনের মূল গাঠনিক একক। জৈব এসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হওয়ার ফলে উৎপন্ন জৈব এসিডকে অ্যামিনো এসিড বলে।

 

অ্যামিনো এসিডের বৈশিষ্ট্য (Characteristics of Amino Acid)

১. অ্যামিনো এসিড পানিতে দ্রবণীয়।

২. এটি স্ফটিকাকার পদার্থ এবং বর্ণহীন।

৩. প্রোটিনকে এনজাইম দ্বারা হাইড্রোলাইসিস করে অ্যামিনো এসিড পাওয়া যায়।

 

অ্যামিনো এসিডের কাজ (Functions of Amino Acid)

১. প্রোটিন তৈরিতে ব্যবহার করা হয়।

২. জীবদেহ গঠনে সাহায্য করা।

৩. দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

৪. দেহে pH নিয়ন্ত্রণে সহায়তা করে।

৪. ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে। এছাড়া কিছু এনজাইম হরমোন ও অ্যান্টিবডি সংশ্লেষণে ভূমিকা রাখে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments