HomePhysicsআলোক রশ্মি ও আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে?

আলোক রশ্মি ও আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে?

আলোক রশ্মি কাকে বলে?

কোনো দীপ্তিমান বস্তুর কোনো বিন্দু থেকে আলো যেকোনো দিকে যে ঋজু পথ ধরে চলে, সে পথকেই আলোক রশ্মি বলে। সাধারণত তীর চিহ্নিত সরলরেখা দ্বারা আলোক রশ্মিকে নির্দেশ করা হয়।

 

আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে?

পাশাপাশি অনেকগুলো আলোক রশ্মির সমষ্টিকে আলোক আলোক রশ্মিগুচ্ছ বলে। আলোক রশ্মিগুচ্ছ তিন প্রকার। যথা– ১) সমান্তরাল রশ্মিগুচ্ছ, ২) অভিসারী রশ্মিগুচ্ছ এবং ৩) অপসারী রশ্মিগুচ্ছ।

১। সমান্তরাল রশ্মিগুচ্ছ : কতগুলো সমান্তরাল আলোক রশ্মি নিয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ গঠিত হয়।

২। অভিসারী রশ্মিগুচ্ছ : আলোক রশ্মিগুলো যদি কোনো এক বিন্দুতে মিলিত হয়, তাহলে সে রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছ বলে।

৩। অপসারী রশ্মিগুচ্ছ : কোনো বিন্দু থেকে উৎপন্ন আলোক রশ্মিগুলো যদি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে তাকে অপসারী রশ্মিগুচ্ছ বলে।

 

আরো পড়ুনঃ-

১। সদ প্রতিবিম্ব ও অসদ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য কি

২। উড্ডয়ন উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না কেন? ব্যাখ্যা কর।

৩। প্রিজমের সংজ্ঞা কি? What is a Prism simple definition?

৪। ফোকাস তল কাকে বলে?

৫। মরীচিকা কি? মরীচিকা কিভাবে সৃষ্টি হয়?

৬। আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণের নিয়ম কি কি?

৭। প্রতিফলন কত প্রকার ও কি কি?

৮। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য কি?

৯। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?

১০। বিম্ব কাকে বলে? বিম্ব কত প্রকার ও কি কি?

১১। সদ বিম্ব ও অসদ বিম্বের মধ্যে পার্থক্য কি?

১২। আপতন কোণ ও প্রতিফলন কোণ কাকে বলে?

১৩। ক্রান্তি কোণ কাকে বলে? হীরকের সংকট কোণ 24° বলতে কি বুঝায়?

১৪। অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? অণুবীক্ষণ যন্ত্র কত প্রকার ও কি কি?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments