উত্তল দর্পণ কাকে বলে? উত্তল ও অবতল দর্পণের পার্থক্য কি?

Physics

যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ উত্তল তাকে উত্তল দর্পণ (Convex Mirror) বলে। এই দর্পণের উত্তল পৃষ্ঠ প্রতিফলকের কাজ করে। উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা ছোট ও সোজা হয়।

 

উত্তল দর্পণের ব্যবহার :

  • বিস্তৃত এলাকা দেখতে দোকান বা শপিংমলে নিরাপত্তার কাজে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।
  • গাড়িতে ভিউ মিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।
  • গাড়ির পিছনে বিস্তৃত এলাকা ছোট জায়গায় দেখতে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।
  • রাস্তার বাতিতে প্রতিফলকরূপে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।
  • প্রতিফলক টেলিস্কোপ তৈরিতে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।

 

উত্তল দর্পণ ও অবতল দর্পণের মধ্যে পার্থক্য কি?

উত্তল ও অবতল দর্পণের পার্থক্য নিম্নে আলোচনা করা হয়েছে–

  • যদি কোন গোলকের উত্তল পৃষ্ঠ প্রতিফলকের ন্যায় আচরণ করে অর্থাৎ গোলকীয় দর্পণের বাইরের উত্তলপৃষ্ঠটি উত্তল দর্পণ হিসেবে কাজ করে তবে তাকে উত্তল দর্পণ বলে। অপরদিকে, কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ হতে সংঘটিত হয় তবে সে দর্পণকে অবতল দর্পণ বলে।
  • টেলিস্কোপ তৈরিতে উত্তল দর্পণের ব্যাবহার করা হয়। অন্যদিকে, প্রতিফলক হিসেবে অবতল দর্পণ এর ব্যাবহার করা হয়।
  • উত্তল দর্পণ মোটর বাইক এ সাইড মিরর হিসেবে ব্যাবহার করা হয়। অন্যদিকে, অবতল দর্পণ অবতল দর্পণের সাহায্যে আমরা আমাদের নিজেদের মুখ দেখে থাকি।
  • দোকান বা শপিং মলে নিরাপত্তার কাজে উত্তল দর্পণ এর ব্যাবহার করা হয়। অন্যদিকে, অবতল দর্পণে আলোক রশ্মিগুচ্ছকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় বলে ডাক্তাররা চোখ, কান ও গলা পরীক্ষা করার সময় এ দর্পণের ব্যাবহার করে থাকেন।
  • ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে উত্তল দর্পণ তৈরি হয়। অন্যদিকে ফাঁপা গোলকের ভিতরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে অবতল দর্পণ তৈরি হয়।

Tags :

  • উত্তল দর্পণ কাকে বলে
  • উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়
  • উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়
  • উত্তল দর্পণ কে অভিসারী দর্পণ বলা হয় কেন
  • উত্তল দর্পণ ও অবতল দর্পণের মধ্যে পার্থক্য
  • উত্তল দর্পণ এর বৈশিষ্ট্য
  • উত্তল দর্পণ এর ব্যবহার 
  • উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন
  • উত্তল দর্পণ এর চিত্র
  • উত্তল দর্পণে প্রতিবিম্ব কেমন
  • উত্তল দর্পণ এর উদাহরণ
  • উত্তল দর্পণের জন্য কোনটি সত্য
  • উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *