HomeBlogউপসর্গ কাকে বলে? অনুসর্গ ও উপসর্গের মধ্যে পার্থক্য কি?

উপসর্গ কাকে বলে? অনুসর্গ ও উপসর্গের মধ্যে পার্থক্য কি?

বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছ, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো শব্দের আগে বসে অর্থের পরিবর্তন করে।

যেসব অব্যয়সূচক শব্দাংশ শব্দের আগে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় সেগুলোকে উপসর্গ বলে।

যেমনঃ প্র+বাদ= প্রবাদ, অপ+কার=অপকার, অধি+কার=অধিকার, আ+কার=আকার ইত্যাদি।

এখানে, বাদ -এর সঙ্গে ‘প্র’ যোগ হয়ে প্রবাদ হয়েছে। কার-এর সঙ্গে অপ, অধি ও আ যোগ হয়ে যথাক্রমে অপকার, অধিকার ও আকার হয়েছে।

 

অনুসর্গ ও উপসর্গের মধ্যে পার্থক্য কি?

অনুসর্গ

১. অনুসর্গ শব্দের পরে বসে।

২. অনুসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হয়।

৩. অনুসর্গ কখনও কখনও স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয়।

৪. অনুসর্গ অব্যয় জাতীয় শব্দ।

৫. অনুসর্গ শব্দের অর্থের কোনো পরিবর্তন ঘটায় না।

৬. অনুসর্গের নতুন শব্দ গঠনের ক্ষমতা নেই।

৭. অনুসর্গের নিজস্ব অর্থ আছে।

উপসর্গ

১. উপসর্গ ধাতু ও শব্দের পূর্বে বসে।

২. উপসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হতে পারে না।

৩. উপসর্গ স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না।

৪. উপসর্গ অব্যয়সূচক শব্দাংশ।

৫. উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন ঘটায়।

৬. উপসর্গের নতুন শব্দ গঠনের ক্ষমতা আছে।

৭. উপসর্গের নিজস্ব অর্থ নেই।

 

উপসর্গ সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ও উত্তর

১। উপসর্গের কাজ কী?

উত্তর : নতুন শব্দ গঠন।

২। শব্দের আগে বসে কোনটি?

উত্তর : উপসর্গ।

৩। খাঁটি বাংলা উপসর্গ কোনটি?

উত্তর : রাম।

৪। তৎসম উপসর্গ কোনটি?

উত্তর : পরা।

৫। ‘বর’ কোন শ্রেণীর উপসর্গ?

উত্তর : বিদেশি।

 

Tags :

  • উপসর্গ কাকে বলে? এদের কাজ কী? কী কী ভাবে এদের প্রয়োগ করা হয়?
  • উপসর্গ কাকে বলে? উপসর্গ কয় প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
  • উপসর্গ কী? খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
  • বাংলা উপসর্গ কয়টি ও কী কী?
  • সংস্কৃত উপসর্গ কয়টি ও কী কী?
  • উপসর্গ ও অনুসর্গের পার্থক্য কী?
  • উপসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য কী?
  • উপসর্গের নিজস্ব কি নেই?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments