একক কাকে বলে? একক কয় প্রকার ও কি কি?

যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে একক (Unit) বলে।

 

এককের প্রকারভেদ (Types of Unit)

একক তিন প্রকার। যথা–

১. মৌলিক একক,

২. লব্ধ, প্রাপ্ত বা যৌগিক একক এবং

৩. ব্যবহারিক একক।

  • মৌলিক একক : যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না এবং একেবারে স্বাধীন তাকে মৌলিক একক বলে।
  • লব্ধ বা যৌগিক একক : যে সকল একক মৌলিক একক থেকে লাভ করা যায় বা পাওয়া যায় তাদেরকে লব্ধ একক বলে। সাতটি মৌলিক একক বাদে বাকি সব একক লব্ধ একক।
  • ব্যবহারিক একক : কোনো কোনো মৌলিক একক খুব বড় বা ছোট হওয়ার ব্যবহারিক কাজে তাদের উপগুণিতক (ভগ্নাংশ) বা গুণিতককে একক হিসেবে ব্যবহার করা হয়। এর নাম ব্যবহারিক একক।

 

এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয় কেন?

বৃহত্তর কোনো কিছু পরিমাপ করার জন্য এককের গুণিতক প্রয়োজন হয়। যেমন- ঢাকা থেকে সিলেটের দূরত্ব মাপার ক্ষেত্রে আমরা কিলোমিটার একক ব্যবহার করি। কেননা ২৭০ কিলোমিটার দূরত্বকে ভগ্নাংশ এককে অর্থাৎ সেন্টিমিটার বা মিলিমিটার এ প্রকাশ করলে লিখতে হয় ২৭০০০০০০ সেন্টিমিটার বা ২৭০০০০০০০ মিলিমিটার। এক্ষেত্রে হিসাব বড় মনে হয়। আবার ক্ষুদ্রতর কোনো কিছু পরিমাপ করার জন্য এককের ভগ্নাংশ ব্যবহার সুবিধাজনক। যেমন- পেন্সিলের দৈর্ঘ্য বা পয়সার পুরুত্ব মাপতে এককের ভগ্নাংশ সেন্টিমিটার বা মিলিমিটার ব্যবহার করা হয়।

 

Tags :

  • Akok Kake Bole?
  • কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন?;
  • একক কাকে বলে উদাহরণ দাও
  • পরিমাপের একক কাকে বলে
  • একক বলতে কী বোঝায়?
  • একক কাকে বলে এর প্রয়োজনীয়তা কি
  • পরিমান কাকে বলে
  • একক কয় প্রকার ও কি কি
  • রাশির একক কাকে বলে
  • একক কাকে বলে ও কি কি?
  • পরিমাপ বলতে কি বোঝায়?
  • একক বলতে কি বুঝ?
  • প্রাথমিক একক গুলি কি কি?
  • পরিমাপের সর্বোচ্চ পর্যায় কোনটি?
  • মৌলিক একক ও যৌগিক একক কাকে বলে
  • এককের প্রয়োজনীয়তা কি
  • পরিমাপের মৌলিক একক কাকে বলে?
  • মৌলিক একক ও লব্ধ একক কাকে বলে
  • একক পদ্ধতি কাকে বলে
  • পরিমাপের একক কাকে বলে class 6
  • পরিমাপ কাকে বলে
  • Measurement কাকে বলে
  • মৌলিক একক কয়টি?

Leave a Comment