জারণ সংখ্যা কাকে বলে? জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য কি?

যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে ঐ মৌলের জারণ সংখ্যা (Oxidation Number) বলে। অর্থাৎ আয়নে সৃষ্ট চার্জের সংখ্যাই ঐ মৌলের জারণ সংখ্যা। যেমন : Na+Al³⁺ClO2– এর জারণ সংখ্যা যথাক্রমে +1, +3, -1, -2.

জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক এমনকি ভগ্নাংশ হতে পারে।

নিরপেক্ষ বা মুক্ত বা পরমাণু অবস্থায় মৌলের জারণ সংখ্যা শূন্য (০) ধরা হয়। ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে মৌলের জারণ সংখ্যাকে ঋণাত্মক জারণ সংখ্যা এবং ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হলে একে ধনাত্মক জারণ সংখ্যা বলে।

ধাতু সমুহের জারণ সংখা ধনাত্বক এবং অধাতু সমু্হের জারণ সংখা ঋণাত্বক এবং যৌগ মূলক সমুহের জারণ সংখ্যা তাদের আধান অনুসারে হয়। যৌগ ভেদে অর্থাৎ বিভিন্ন যৌগে একই মৌলের জারণ সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন: HCl অণুতে H-এর জারণ সংখ্যা +1 আবার H2 অণুতে এর জারণ সংখ্যা ০। একই ভাবে, HCl অণুতে Cl-এর জারণ সংখ্যা -1 এবং Cl2 অণুতে জারণ সংখ্যা ০। Cu এর জারণ সংখ্যা +2।

জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি

জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি নিচে দেওয়া হলো :
১. ধাতুসমূহের জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতুসমূহের জারণ সংখ্যা ঋণাত্মক হয়। যেমন : NaCl এ Na এর জারণ সংখ্যা + 1 এবং Cl এর জারণ সংখ্যা – 1।

২. নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা শূন্য হয়। যেমন : Fe, H2 যৌগে Fe এর জারণ সংখ্যা 0। আবার H এর জারণ সংখ্যাও 0।

জারণ সংখ্যার ব্যবহার
জারণ সংখ্যার প্রধান ব্যবহারসমূহ নিচে দেওয়া হলো:

  • আয়নিক যৌগের সংযুক্তি ও সংকেত নির্ণয়ে জারণ সংখ্যা ব্যবহৃত হয়।
  • অজৈব যৌগের নামকরণে জারণ সংখ্যার ব্যবহার ব্যাপক। এক্ষেত্রে সংশ্লিষ্ট মৌলের জারণ সংখ্যা রোমান সংখ্যা দ্বারা মৌলের বা আয়নের নামের পর ব্র্যাকেটসহ লেখা হয়।
  • জারণ সংখ্যার সাহায্যে জারণ-বিজারণ বিক্রিয়ায় জারক ও বিজারকের মোলার অনুপাত নির্ণয় করা যায়।
  • জারণ-বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতাকরণের ক্ষেত্রেও জারণ সংখ্যার ব্যাপক ব্যবহার দেখা যায়।

জারণ সংখ্যা ও যৌজনীর মধ্যে পার্থক্য কি?

জারণ সংখ্যা ও যৌজনীর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

জারণ সংখ্যা
  • জারণ সংখ্যার মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে।
  • জারণ সংখ্যা ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা হতে পারে।
যোজনী
  • যোজনীর মান সর্বদাই ধনাত্মক।
  • যোজনী সর্বদা পূর্ণ সংখ্যা হয়। কখনও ভগ্নাংশ হয় না।
Tags :
  • জারণ সংখ্যা কত?
  • জারন সংখ্যা কত প্রকার?
  • জারণ বলতে কী বোঝো?
  • কপার এর জারণ সংখ্যা কত?
  • জারন মান কাকে বলে
  • বিজারন কাকে বলে
  • জারন সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য
  • Na এর জারন সংখ্যা কত
  • জারন সংখ্যা english
  • Al এর জারন সংখ্যা কত
  • Zn এর জারন সংখ্যা কত
  • মুক্ত মৌলের জারণ সংখ্যা কত
  • বিভিন্ন মৌলের জারণ সংখ্যা
  • বিজারণ সংখ্যা কাকে বলে
  • জারন সংখ্যা চার্ট
  • Mn ধাতুর অস্থিতিশীল জারন মান
  • সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা
  • জারন সংখ্যা নির্নয়

Leave a Comment