HomeICTপ্রেজেন্টেশন কাকে বলে? প্রেজেন্টেশন সফটওয়্যারের গুরুত্ব কি?

প্রেজেন্টেশন কাকে বলে? প্রেজেন্টেশন সফটওয়্যারের গুরুত্ব কি?

প্রেজেন্টেশন কাকে বলে? (What is called Presentation?)

একটি পাওয়ার পয়েন্ট ফাইলকে প্রেজেন্টেশন বলে।

 

প্রেজেন্টেশন সফটওয়্যারের গুরুত্ব কি? (What is importance of presentation software?)

বর্তমান সময় হচ্ছে তথ্য বিনিময় এবং তথ্যের প্রবাহ অবারিত করে মানবতার কল্যাণ নিশ্চিত করার যুগ। এখন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং পেশাজীবীদের মধ্যে তথ্য বিনিময় বা তথ্য আদান-প্রদানের প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্ব লাভ করছে। সকল প্রকার তথ্যের ভান্ডার সকলের জন্য সহজলভ্য করার উদ্দেশ্যে প্রতিনিয়ত সভা, সেমিনার-সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট সবাই তাদের নিজ নিজ কাজের ক্ষেত্রে হালনাগাদ তথ্য সম্পর্কে অবহিত থাকার সুযোগ পাচ্ছেন।

সভা, সেমিনার-সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য বিভিন্ন প্রেজেন্টেশন সফটওয়্যারও ব্যবহার করা হয়। এর সাহায্যে লেখা ছবি, অডিও, ভিডিও, গ্রাফ ইত্যাদি সমন্বয়ে আকর্ষণীয়ভাবে তথ্যাদি উপস্থাপন করা যায়। প্রকৃতপক্ষে সভা, সেমিনার-সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য এ সফটওয়্যারটি খুব সহজে এবং চমৎকারভাবে ব্যবহার করা যায়।

 

প্রেজেন্টেশন টেমপ্লেট (Presentation template)

প্রেজেন্টেশন টেমপ্লেট (Presentation template) হলো প্রেজেন্টেশনের জন্য আগে থেকে তৈরি করা বিভিন্ন প্রেজেন্টেশন ডকুমেন্ট ফাইল, যাতে নানা রকমের টেক্সট, ইমেজ, এনিমেশন ও ইফেক্ট যুক্ত থাকে। কম্পিউটারে পাওয়ার পয়েন্টে এ ধরনের প্রচুর সুন্দর সুন্দর প্রেজেন্টেশন টেমপ্লেট যুক্ত রয়েছে। তৈরিকৃত টেমপ্লেটকে ইচ্ছে মতো অল্প বা অধিক পরিবর্তন করে ব্যবহার করা যায়।

 

প্রেজেন্টেশন টেমপ্লেট ব্যবহারের নিয়ম:

ধাপ-১ঃ Microsoft Office Power Point 2007 open করে office Button- এ ক্লিক করতে হবে। ফলে Office Button- এর কমান্ড লিস্টটি প্রদর্শিত হবে।

ধাপ-২ঃ এখানে New সিলেক্ট করতে হবে।

ধাপ-৩ঃ New Presentation ডায়ালগ বক্সে Installed Templates সিলেক্ট করলে বিভিন্ন ধরনের Template প্রদর্শিত হবে।

ধাপ-৪ঃ এখানে থেকে প্রয়োজনীয় টেমপ্লেটটি সিলেক্ট করে Create বাটনে ক্লিক করতে হবে। ফলে টেমপ্লেটটি পাওয়ার পয়েন্টে ওপেন হবে। এবার এটিকে ইচ্ছেমতো Customized করে ব্যবহার করা যাবে।

 

এ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তরঃ–

১। সভা, সেমিনার-সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য মাইক্রোসফটের কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?

উত্তর : পাওয়ার পয়েন্ট।

২। পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি কোন কোম্পানি তৈরি করেছেন?

উত্তর : মাইক্রোসফট।

৩। মাইক্রোসফট অফিসের কোন সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়?

উত্তর : পাওয়ার পয়েন্ট।

৪। প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়?

উত্তর : প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলে।

 

Tags :

  • প্রেজেন্টেশন কিভাবে শুরু করতে হয়?
  • উপস্থাপনা কিভাবে শুরু করতে হয়?
  • দুটি প্রেজেন্টেশন সফটওয়্যার এর নাম কি?
  • পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডাউনলোড
  • প্রেজেন্টেশন কী
  • প্রেজেন্টেশন সফটওয়্যার এর গুরুত্ব
  • প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলে
  • প্রেজেন্টেশন পোস্ট
  • প্রেজেন্টেশন সফটওয়্যার এর নাম
  • চাকরিতে প্রেজেন্টেশন স্কিল এর প্রয়োজনীয়তা
  • ব্যবসাতে প্রেজেন্টেশন এর প্রয়োজনীয়তা
  • বাংলা প্রেজেন্টেশন
  • ইংরেজিতে প্রেজেন্টেশন
  • প্রেজেন্টেশন স্লাইড
  • প্রেজেন্টেশন স্কিল
  • প্রেজেন্টেশন তৈরি
  • প্রেজেন্টেশন টপিক
  • প্রেজেন্টেশন সফটওয়্যার কাকে বলে
  • পাওয়ার পয়েন্ট কি
  • স্লাইড কাকে বলে
  • প্রেজেন্টেশন সফটওয়্যার এর বৈশিষ্ট্য
  • পাওয়ার পয়েন্টের প্রশ্ন
  • পাওয়ার পয়েন্ট এর ডিজাইন এর কাজ কি?
  • পাওয়ার পয়েন্টের ব্যবহার
  • প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে বিষয় সংশ্লিষ্ট স্লাইড তৈরি ও উপস্থাপন
  • পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি
  • পাওয়ার পয়েন্ট উপস্থাপনা বিষয়
  • পাওয়ার পয়েন্ট এর কাজ কি
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments