HomeBiologyপ্রোটিস্টা (Protista) কি? প্রোটিস্টার বৈশিষ্ট্য

প্রোটিস্টা (Protista) কি? প্রোটিস্টার বৈশিষ্ট্য

প্রোটিস্টা হলো বিভিন্ন ধরনের সরল, ইউক্যারিওট, এককোষী, আণুবীক্ষণিক জীবের শ্রেণি, যাদের ছত্রাক, প্রাণী বা উদ্ভিদ কোনো বিভাগেই ফেলা যায় না। যেমন—অ্যামিবা, প্যারামেসিয়াম।

প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য

প্রোটিস্টা রাজ্যের জীবসমূহ এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস। এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে, ক্রোমাটিন বস্তুতে DNA, RNA ও প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্যগ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কোনো ভ্রূণ গঠিত হয় না।

উদাহরণ : প্রোটোজোয়া (অ্যামিবা, প্যারামেসিয়াম) ও এককোষী শৈবাল, যেমন- ডায়াটম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments