HomeChemistryমৌলের প্রতীক কাকে বলে? প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

মৌলের প্রতীক কাকে বলে? প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

মৌলের প্রতীক কাকে বলে? (What is called Symbol of Mole?)

কোন একটি মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে ঐ মৌলের প্রতীক বলে। প্রতিটি মৌলের প্রতীক একটি অন্যটি থেকে ভিন্ন। তাই একটি প্রতীক দিয়ে শুধুমাত্র একটি নির্দিষ্ট মৌলকেই বোঝায়। যেমন- সোডিয়াম, সালফার ও ক্লোরিন এর প্রতীক যথাক্রমে Na, S ও Cl।

 

মৌলের প্রতীক লেখার নিয়ম কি?

মৌলের প্রতীক লেখার নিয়মাবলি আলোচনা করা হলোঃ

১. প্রতীক মৌলের ল্যাটিন অথবা ইংরেজি নামের এক বা একাধিক বর্ণ দ্বারা লেখা হয়।

২. এক বর্ণ বিশিষ্ট প্রতীক হলে তা ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হয়। যেমন– নাইট্রোজেনের প্রতীক : N; সালফারের প্রতীক : S

৩. দুই বর্ণ বিশিষ্ট প্রতীকের ক্ষেত্রে প্রথম বর্ণ ইংরেজি বড় হাতের এবং দ্বিতীয় বর্ণ ছোট হাতের লেখা হয়। যেমন– সোডিয়ামের প্রতীক : Na; লোহার প্রতীক : Fe; ক্যালসিয়ামের প্রতীক : Ca

 

হিলিয়ামের প্রতীক He কেন?

প্রতিটি মৌলিক পদার্থের একটি নাম আছে। আর এদেরকে সংক্ষিপ্ত ও সুবিধাজনকভাবে প্রকাশের জন্য প্রতীক ব্যবহার করা হয়। প্রতীক সাধারণত মৌলের ল্যাটিন গ্রিক বা ইংরেজি নামের একটি বা দুটি আদ্যক্ষর দ্বারা প্রকাশ করা হয়। হিলিয়ামের প্রতীক ইংরেজি নামের দুটি আদ্যক্ষর He দ্বারা লেখা হয়েছে। একাধিক বর্ণ হওয়ায় প্রথম বর্ণ বড় হাতের ও দ্বিতীয় বর্ণ ছাড়া হাতের অক্ষরে লেখা হয়েছে।

 

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

  • কোন মৌলের পূর্ণনামের সংক্ষিপ্ত প্রকাশকে প্রতীক বলে। অন্যদিকে, সংকেত হচ্ছে কোন পদার্থের সংক্ষিপ্ত প্রকাশ।
  • প্রতীক শুধু মৌলিক পদার্থের জন্য লেখা হয়। কিন্তু, সংকেত মৌলিক ও যৌগিক উভয় পদার্থের জন্য লেখা হয়।
  • প্রতীক মৌলের একটি পরমাণুকে নির্দেশ করে। অপরদিকে, সংকেত পদার্থের একটি অণুকে নির্দেশ করে।

 

প্রতীকের তাৎপর্য কাকে বলে?

প্রতীক হতে সংশ্লিষ্ট মৌল সম্পর্কে যা কিছু জানা যায় তাকেই প্রতীকের তাৎপর্য বলে।

 

Tags :

মৌলের প্রতীক কাকে বলে?; কোন মৌলের প্রতীক ল্যাটিন ভাষা হতে গৃহীত হয়েছে?; কোন মৌলের প্রতীক ও সংকেত একই?; মৌলের প্রতীক কোনটি নির্দেশ করে না?; মৌলের প্রতীক লেখার নিয়ম কি?; মৌলের প্রতীক, সংকেত ও যোজনী বলতে কী বোঝায়?; মৌলের প্রতীক ও সংকেত এর পার্থক্য কি?; মৌলের প্রতীক গুলো কি কি?; মৌলের প্রতীক এর গুরুত্ব কি?; মৌলের প্রতীক গুলোর নাম কি?; মৌলের প্রতীক চেনার উপায় কি?;

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments