শিলা দ্বারা গঠিত পৃথিবীর বহিরাবরণকে শিলামন্ডল (Lithosphere) বলে। এটি ভূ-পৃষ্ঠ হতে ৩০ কি.মি. পর্যন্ত বিস্তৃত।
শিলামন্ডল ও নমনীয় মন্ডললের পার্থক্য কি?
শিলামণ্ডল ও নমনীয়মণ্ডলের পার্থক্য হলোঃ
শিলামণ্ডল
১) ভূত্বক ও গুরুমণ্ডলের উর্ধ্বাংশে এ স্তর অবস্থিত।
২) এ স্তরের পুরুত্ব ১০০ কিলোমিটার।
৩) শিলামণ্ডল কঠিন ও ভঙ্গুর।
৪) কঠিন শিলামণ্ডল নমনীয়মণ্ডলের উপর ধীরে ধীরে চলতে পারে।
নমনীয়মণ্ডল
১) গুরুমণ্ডলের কঠিন ঊর্ধ্বাংশের নিচে এ স্তর অবস্থিত।
২) এ স্তরের পুরুত্ব প্রায় ৩০০ কিলোমিটার।
৩) এ স্তর গলনাংকের কাছাকাছি হওয়ায় আংশিক নরম।
৪) নমনীয়মণ্ডল কঠিন শিলামণ্ডলের উপর চলতে পারে না।
Tags :
শিলামন্ডল কি?; শিলামন্ডল কাকে বলে?; শিলামন্ডলের বৈশিষ্ট্য; শিলামন্ডলের উপাদান; শিলামন্ডল english meaning;শিলামন্ডলের গুরুত্ব কী?; শিলামন্ডল বলতে কি বোঝায়?; শিলামন্ডল বলতে কী বোঝায়?; শিলামন্ডল বলতে কি বুঝায়?; ভূত্বক ও শিলামন্ডলের মধ্যে পার্থক্য কি?; শিলামন্ডল ছবি; নিফে কাকে বলে?; সিয়াল কাকে বলে?; পৃথিবীর কেন্দ্র কাকে বলে?; প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?;