সপুষ্পক উদ্ভিদ ও অপুষ্পক উদ্ভিদ কাকে বলে?

যে সকল উদ্ভিদে ফুল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ (Flowering plant) বলে। গোলাপ, জবা, আম, শাপলা সপুষ্পক উদ্ভিদের উদাহরণ। সপুষ্পক উদ্ভিদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। দেহে অত্যন্ত উন্নত ধরনের পরিবহন কলা উপস্থিত থাকে।

কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে আবার কেউ ফল উৎপন্ন করে না, তাই বীজগুলো অনাবৃত থাকে। এরা প্রধানত দুই ধরনের নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ।

 

যে সকল উদ্ভিদের ফুল হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ (Non-flowering plant) বলে। মস এবং ঢেঁকি শাক অপুষ্পক উদ্ভিদের উদাহরণ। অপুষ্পক উদ্ভিদ স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে।

 

Tags :

  • সপুষ্পক উদ্ভিদের উদাহরণ
  • সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য
  • একটি সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ
  • একটি সপুষ্পক উদ্ভিদের নাম
  • সপুষ্পক উদ্ভিদ কাকে বলে
  • সপুষ্পক উদ্ভিদ চিত্র
  • সপুষ্পক উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও
  • সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র ব্যাখ্যা
  • সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া
  • ৫টি অপুষ্পক উদ্ভিদের নাম কি
  • অপুষ্পক উদ্ভিদ কত প্রকার ও কি কি
  • ১০ টি অপুষ্পক উদ্ভিদের নাম
  • অপুষ্পক উদ্ভিদ in english
  • দুটি অপুষ্পক উদ্ভিদের নাম
  • অপুষ্পক উদ্ভিদ এর উদাহরণ
  • অপুষ্পক উদ্ভিদের মধ্যে কোনটি সবচেয়ে উন্নত
  • অপুষ্পক উদ্ভিদ কোনটি

Leave a Comment