কোনো ওয়েবপেজ এর ভিতরে লেখা, ছবি, অডিও, ভিডিও, ডকুমেন্ট অন্য ওয়েব পেজ বা ওয়েব সাইটের সাথে সংযোগ স্থাপন করাকে হাইপারলিংক (Hyperlink) বলে। সাধারণত লিংকে মাউস পয়েন্টার নিলে এটির আকৃতি পরিবর্তিত হয়ে হাতের আইকনে পরিণত হয়। সাধারণভাবে লিংক করা টেক্সট আন্ডারলাইন করা থাকে এবং নীল রঙের হয়ে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) সহ সব হাইপারটেক্সট সিস্টেমে হাইপারলিংক হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান (ingredient)।
হাইপারলিংক কত প্রকার ও কী কী? (How Many Types of Hyperlink?)
হাইপারলিংক ২ প্রকার। যথাঃ
১) ইন্টারনাল হাইপারলিংক (Internal Hyperlink) এবং
২) এক্সটারনাল হাইপারলিংক (External Hyperlink)
হাইপারলিংকের সুবিধা (Advantages of Hyperlink)
হাইপারলিংকের সুবিধাসমূহ নিচে দেওয়া হলো–
- অতিদ্রুত যেকোনো ওয়েবসাইট বা ওয়েবপেজ দেখা যায়।
- ভিজিটের সময় বাঁচে।
- দ্রুত এক পেজ বা ডকুমেন্ট হতে অন্য পেজ বা ডকুমেন্টে যাওয়া যায়।
Tags :
- Hyperlink এর কাজ কি
- ইন্টারনাল হাইপারলিংক কাকে বলে
- হাইপারলিংক কিভাবে করা হয়
- হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট ব্যাখ্যা কর
- Hyperlink ki
- হাইপার লিংক বলতে কি বুঝায়?
- HTML এ Hyperlink বলতে কি বোঝ?
- হাইপারলিংক ট্যাগ কোনটি?
- Link কত প্রকার?
- Website এ দেওয়া কোন ব্যক্তির পরিচয় কে কি বলে
- Href ব্যাখ্যা কর
- হাইপারলিংক ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি
- হাইপারলিংক কেন প্রয়োজন ব্যাখ্যা কর
- Hypertext কাকে বলে
- হাইপারলিংক এর সুবিধা ও অসুবিধা কি?