হাফ অ্যাডার ও ফুল অ্যাডার কাকে বলে?

হাফ অ্যাডার কাকে বলে?

যে অ্যাডার দুটো বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে তাকে হাফ অ্যাডার বলে।

ফুল অ্যাডার কাকে বলে?

দুই বিট যোগ করার পাশাপাশি যে সমন্বিত বর্তনী ক্যারি বিট যোগ করে তাকে ফুল-অ্যাডার বা পূর্ণ যোগ কারক বর্তনী বলে। এক্ষেত্রে ফুল অ্যাডারে ইনপুট ৩টি, Output ২টি, একটি S অপরটি C।

হাফ-অ্যাডারের সাহায্যে ফুল-অ্যাডারে বাস্তবায়ন :

হাফ অ্যাডার দিয়ে দুই বিট যোগ করা যায়। কিন্তু ফুল অ্যাডার দিয়ে ক্যারি বিটসহ তিন বিট যোগ করা যায়। দুটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। এক্ষেত্রে দুটি হাফ অ্যাডারের সাথে একটি অর গেইট প্রয়োজন হয়।

হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন।

 

Tags :

  • হাফ-অ্যাডারের সাহায্যে ফুল-অ্যাডারে বাস্তবায়ন করার নিয়ম কি?

Leave a Comment