HomePhysicsঅনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য কি?

অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য কি?

যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ (Longitudinal wave) বলে। শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ।

 

অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য কি? (What is the difference Between Longitudinal and Transverse Wave)

অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

অনুদৈর্ঘ্য তরঙ্গ

  • যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ।
  • তরঙ্গ প্রবাহে মাধ্যমের সংকোচন ও প্রসারণ সৃষ্টি হয়।
  • মাধ্যমে এর সমবর্তন বা পোলারায়ণ ঘটে না।

অনুপ্রস্থ তরঙ্গ

  • যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। পানির তরঙ্গ, আলোক তরঙ্গ ইত্যাদি অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ।
  • তরঙ্গ প্রবাহে মাধ্যমের তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাদ সৃষ্টি হয়।
  • মাধ্যমে এর সমবর্তন বা পোলারায়ণ ঘটে।

 

Tags :

  • অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে?
  • অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের পার্থক্য কি?
  • অনুদৈর্ঘ্য কাকে বলে?
  • লম্বিক তরঙ্গ কাকে বলে?
  • অনুদৈর্ঘ্য তরঙ্গের চিত্র;
  • অনুপ্রস্থ তরঙ্গ english;
  • আড় তরঙ্গ কাকে বলে?
  • পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন?
  • অনুদৈর্ঘ্য তরঙ্গ in english;
  • অনুদৈর্ঘ্য তরঙ্গের অপর নাম কি?
  • শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ কেন?
  • শব্দ তরঙ্গ কাকে বলে?
  • যান্ত্রিক তরঙ্গ কাকে বলে?
  • লম্বিক তরঙ্গের উদাহরণ;
  • অনুদৈর্ঘ্য তরঙ্গের অপর নাম কি?
  • অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ তরঙ্গ কি?
  • নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ?
  • তরঙ্গ কাকে বলে কত প্রকার?
  • স্বরকম্প কি?
  • শব্দেতর তরঙ্গ কি?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments