HomePhysicsঅপবর্তন কাকে বলে? অপবর্তন কত প্রকার ও কি কি?

অপবর্তন কাকে বলে? অপবর্তন কত প্রকার ও কি কি?

তীক্ষ্ণ ধার ঘেঁষে যাবার সময় বা সরু ছিদ্র দিয়ে যাবার আলো কিছুটা বেঁকে যাওয়ার ধর্মকে অপবর্তন বলে। অপবর্তন দুই প্রকার; যথা— (ক) ফ্রেনেল শ্রেণি অপবর্তন ও (খ) ফ্রনহফার শ্রেণি অপবর্তন।

  • ফ্রেনেল শ্রেণি অপবর্তন : যখন উৎস এবং পর্দা তাদের মধ্যবর্তী বাধা হতে অল্প দূরত্বের মধ্যে অবস্থান করে তখন ঐ বাধার দরুন পর্দায় আলোকের যে অপবর্তন পরিলক্ষিত হবে তাকে ফ্রেনেল শ্রেণি অপবর্তন বলে।
  • ফ্রনহফার শ্রেণি অপবর্তন : যখন উৎস এবং পর্দা তাদের মধ্যবর্তী বাধা হতে অসীম দূরত্বে অবস্থান করে তখন ঐ বাধার দরুন পর্দায় আলোকের যে অপবর্তন পরিলক্ষিত হবে তাকে ফ্রনহফার শ্রেণি অপবর্তন বলে।

 

অপবর্তনের শর্ত

অপবর্তনের দুটি শর্ত রয়েছে; যথা—

(ক) খাড়া ধারের ক্ষেত্রে : ধার খুব তীক্ষ্ণ হতে হবে এবং এর প্রস্থ আলোর তরঙ্গ দৈর্ঘ্য λ-এর সমান বা কাছাকাছি মানের হতে হবে।

(খ) সরু ছিদ্রের ক্ষেত্রে : ছিদ্র খুবই সরু হতে হবে যাতে এর ব্যাস তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা কাছাকাছি মানের হয়।

 

অপবর্তন গ্রেটিং কাকে বলে?

পরস্পর থেকে সমান দূরত্বে অবস্থিত ও সমান বিস্তারবিশিষ্ট অসংখ্য স্লিটের সমন্বয়ে গঠিত যে ব্যবস্থার সাহায্যে প্রায় সাদৃশ্য অপবর্তন নকশার সৃষ্টি করা যায় তাকে অপবর্তন গ্রেটিং বলে। একে অপবর্তন ঝাঁঝরিও বলে।

গ্রেটিং সাধারণত দু’প্রকারের হয় (i) নিঃসরণ গ্রেটিং (Transmission grating) ও (ii) প্রতিফলন গ্রেটিং (reflection grating)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments