HomePhysicsঅবতল দর্পণ কাকে বলে?

অবতল দর্পণ কাকে বলে?

আসসালামু আলাইকুম, অনুসরণ ব্লগে আপনাকে স্বাগতম। গোলীয় দর্পণ দুই প্রকারের হয়, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। এই আর্টিকেলে আমরা জানবো অবতল দর্পণ কাকে বলে? অবতল দর্পণের বৈশিষ্ট্য এবং অবতল দর্পণের ব্যবহার সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ হতে সংঘটিত হয় তবে সে দর্পণকে অবতল দর্পণ (Concave Mirror) বলে।

 

অবতল দর্পণের বৈশিষ্ট্য (Characteristics of Concave Mirror)

অবতল দর্পণের বৈশিষ্ট্য নিম্নরূপ :

  • অবতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।
  • অবতল দর্পণ একটি অভিসারী দর্পণ।
  • অবতল দর্পণে সব ধরনের (বাস্তব ও অবাস্তব) বিম্ব গঠিত হয়।

 

অবতল দর্পণের ব্যবহার (Use of Concave Mirror)

  • সুবিধাজনক আকৃতির অবতল দর্পণ ব্যবহার করে মুখমণ্ডলের বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব তৈরি করা হয়, এতে রূপচর্চা ও দাঁড়ি কাটার সুবিধা হয়।
  • দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন।
  • প্রতিফলক হিসেবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। যেমন– টর্চলাইট, স্টিমার বা লঞ্চের সার্চলাইটে অবতল দর্পণ ব্যবহার করে গতিপথ নির্ধারণ করা হয়।
  • অবতল দর্পণের সাহায্যে আলোকশক্তি, তাপশক্তি ইত্যাদি কেন্দ্রীভূত করে কোনো বস্তুকে উত্তপ্ত করতে ব্যবহার করা হয়। এছাড়াও এটি রাডার এবং টিভি সংকেত সংগ্রহে ব্যবহৃত হয়। যেমন– ডিশ এন্টেনা, সৌরচুল্লী, টেলিস্কোপ এবং রাডার সংগ্রাহক ইত্যাদি।
  • অবতল দর্পণের সাহায্যে আলোক রশ্মিগুচ্ছকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় বলে ডাক্তাররা চোখ, নাক, কান ও গলা পরীক্ষা করার সময় এ দর্পণ ব্যবহার করেন।

 

অবতল দর্পণ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

১৷ অবতল দর্পণে লক্ষ্যবস্তুর অবস্থানের ওপর নির্ভর করে কী গঠিত হয়?

উত্তর : বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব।

২৷ অবতল দর্পণে লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসের বাইরে রাখলে প্রতিবিম্ব কেমন হবে?

উত্তর : বাস্তব ও উল্টো।

৩। অবতল দর্পণ একটি অভিসারী দর্পণ কেন?

উত্তর : একটি কাচের ফাপা গোলকের খানিকটা অংশ কেটে নিয়ে যদি স্ফীত বা উত্তল পৃষ্ঠে প্যারা লাগানোর ফলে যদি এর ভিতরের পৃষ্ঠে বা অবতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে অবতল দর্পণ বলা হয়। আকৃতিগত কারণেই প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর অভিসারী গুচ্ছে পরিণত হয়। তাই অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয়।

 

আপনাদের যদি আরো কিছু প্রশ্নোত্তর বা তথ্য জানার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের প্রশ্ন-উত্তর যা আছে সবকিছু লিখে কমেন্ট করবেন। যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে।

 

Tags :

  • উত্তল ও অবতল দর্পণ কী?
  • অবতল দর্পণে প্রতিবিম্ব কেমন?
  • অবতল আয়না কাকে বলে?
  • অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন
  • অবতল দর্পণে বিবর্ধনের মান কত?
  • অবতল দর্পণের প্রতিবিম্ব;
  • অভিসারী দর্পণ কাকে বলে?
  • অবতল দর্পণ চিত্র;
  • অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন;
  • উত্তল দর্পণের বৈশিষ্ট্য কী কী?
  • অবতল দর্পণের ফোকাস দূরত্ব;
  • দর্পণের মেরু কাকে বলে?
  • অবতল দর্পণ ব্যবহার।
  • অবতল দর্পণের চিত্র
  • অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শনঅবতল দর্পণ কে অভিসারী দর্পণ বলা হয় কেন
  • অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো f=r/2
  • অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments