HomeSoftwareঅ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application software) কি?

অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application software) কি?

অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application software) হচ্ছে এক বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য অনেক রকম তৈরি প্রোগ্রাম বাণিজ্যিক পণ্য হিসেবে বাজারে পাওয়া যায়। এসব প্রোগ্রামকে সাধারণত প্যাকেজ প্রোগ্রামও বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার (ভিডিও এবং অডিও)। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দুভাগে ভাগ করা যায়। যথা:

১. সাধারণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার

২. অ্যাপ্লিকেশন স্পেসিফিক বা ব্যবহার সুনির্দিষ্ট প্রোগ্রাম।

 

সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি?

সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলোঃ

সিস্টেম সফটওয়্যার (System Software)

  • কম্পিউটার হার্ডওয়্যার এবং এপ্লিকেশন প্রোগ্রামগুলো কার্যকর রাখার জন্য সাহায্যকারী প্রোগ্রামসমূহকে সিস্টেম সফটওয়্যার বলে।
  • সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে।
  • সিস্টেম সফটওয়্যার ছয় প্রকারের হয়।
  • সিস্টেম সফটওয়্যার এপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে সাহায্য করে।
  • সিস্টেম সফটওয়্যার কম্পিউটার পরিচালনা ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application software)

  • কোন সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে।
  • অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধন করে।
  • অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই প্রকার হয়।
  • অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্য নিয়ে সিস্টেম সফটওয়্যার তৈরি হয়েছে।
  • অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারী দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজগুলো করে থাকেন।

 

আইকন কি? আইকন কত প্রকার ও কি কি? What is Icon?

আইকন অর্থ প্রতীক বা ছবি। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো প্রকাশের জন্য ভিন্ন ভিন্ন এবং ছােট ছােট প্রতীক বেছে নেওয়া হয়। সেইগুলােকেই আইকন নামে অভিহিত করা হয়। আইকন তিন প্রকার; যথা- ১) প্রােগ্রাম আইটেপ আইকন, ২) এ্যপ্লিকেশন আইকন ও ৩) ডকুমেন্ট আইকন।

আইকন ব্যবহারের সুবিধা হলাে ডস-এ কমান্ড মনে রাখা বা বিভিন্ন নির্দেশ পালনের জন্য বারবার কমান্ড টাইপ করার প্রয়ােজন হয় না। মাউসের সাহায্যে আইকনটিকে ডাবল ক্লিক করে অ্যাপ্লিকেশন প্রােগ্রাম চালু বা বন্ধ অথবা সেটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। তাছাড়া ছবি দেখে কোনটি কোন অ্যাপ্লিকেশন প্রােগ্রাম বা কোনটি কোন ধরনের ফাইল তা বুঝা যায়। একটি আইকন একটি উইন্ডাে কিংবা একাধিক উইন্ডাে গ্রুপকে নির্দেশ করতে পারে।

 

Tags :

আইকন কাকে বলে?; ডেস্কটপ আইকন কি? (What are desktop icons?); আইকন এর কাজ কি?; কম্পিউটারের ভাষায় আইকন অর্থ কী?; গিয়ার আইকন কাকে বলে?; সিস্টেম আইকন কাকে বলে?; কম্পিউটারের আইকন কাকে বলে? (What is a icon in a computer?); আইকন অর্থ কিapplication software) ict;

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments