HomeICTওয়েবপেজ কি? ওয়েবপেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব কি?

ওয়েবপেজ কি? ওয়েবপেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব কি?

আজকের আর্টিকেলে ওয়েবপেজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। যেমন ওয়েবপেজ কি, ওয়েব পেজ কাকে বলে, ওয়েব পেজ তৈরি করার নিয়ম, ওয়েব পেজের এড্রেসকে কি বলে, লোকাল ওয়েব পেজ কি, হোমপেজ কাকে বলে ইত্যাদি।

তো চলুন আলোচনা শুরু করি,,,,,

 

ওয়েবপেজ কি? (What is Webpage in Bengali/Bangla?)

ওয়েবপেজ (Webpage) হলো এইচটিএমএল দ্বারা তৈরি এক ধরনের ওয়েব ডকুমেন্ট যাতে সাধারণত লেখা, অডিও, ভিডিও, ছবি, এনিমেশন ইত্যাদি রাখা যায় এবং ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যায়।

বর্তমানে সারা বিশ্বে বিভিন্ন ব্যক্তি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের তথ্য ওয়েবে পরিবেশন করছে। ওয়েবে এরূপ কোন তথ্য রাখার পেজকে ওয়েবপেজ বলা হয়। সরাসরি এইচটিএমএল এর মাধ্যমে অথবা অন্য কোন টুলস এর মাধ্যমে ওয়েবপেজ তৈরি করে এইচটিএমএল এ কনভার্ট করা যায়। ব্রাউজারের মাধ্যমে ওয়েবপেজকে প্রদর্শন করা যায়। এক ওয়েবপেজের সাথে অন্য পেজের লিংক তৈরি করা যায়।

 

ওয়েবপেজ ডিজাইনে HTML এর গুরুত্ব কী?

ওয়েবপেজ ডিজাইনে HTML এর গুরুত্ব অপরিসীম। Hyper Text Mark-up Language এর সংক্ষিপ্ত রূপ হলো HTML যা world wide web (www) ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন। ওয়েবপেজে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স বা অ্যানিমেশনকে সুন্দরভাবে সাজাতে ও ফরম্যাট করতে এই ভাষা ব্যবহৃত হয়। HTML ফাইল সাধারণত webpage নামে পরিচিত। মূলত এটি ডকুমেন্টের স্ট্রাকচার নির্দেশ করে। ব্রাউজার কীভাবে বিভিন্ন অংশকে প্রদর্শন করবে তা HTML এর উপর নির্ভর। তাই বলা যায় যে, ওয়েবপেজ ডিজাইনে HTML এর গুরুত্ব অপরিসীম।

 

ওয়েবপেজের সাথে ব্রাউজারের সম্পর্ক কি?

ওয়েবপেজ হলাে এইচটিএমএল (HTML) দ্বারা তৈরিকৃত এক ধরনের ওয়েব ডকুমেন্ট যাতে সাধারণত লেখা, অডিও, ভিডিও, ছবি, এনিমেশন ইত্যাদি রাখা যায় এবং ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যায়। অর্থাৎ ওয়েবে কোন তথ্য দেখার জন্য ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করা হয়। ওয়েব ব্রাউজারের মাধ্যমে দুইটি পদ্ধতিতে ওয়েবে ব্রাউজিং করা হয়। যথা-

  • নির্দিষ্ট অ্যাড্রেস বা ঠিকানার মাধ্যমে ব্রাউজিং
  • শব্দ বা বাক্যের মাধ্যমে ব্রাউজিং

 

ওয়েবপেজে ইমেজ ব্যবহারের গুরুত্বঃ

ওয়েবপেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব নিচে দেওয়া হলো–

  • ওয়েব পেইজে ইমেজ বা গ্রাফিক্স ব্যবহার করে খুব সহজেই টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যায়।
  • ইমেজের মাধ্যমে কোনো তথ্য প্রকাশ করলে পাঠকরা খুব সহজে বিষয়টি উপলব্ধি করতে পারে।
  • ইমেজ ভিজিটরদের দৃষ্টি আকর্ষণ করে।
  • ইমেজকে ওয়েবপেজে লিংক হিসেবে বা Navigation Tools হিসাবে ব্যবহার করা যায়।

 

Tags :

  • ওয়েব পেজ কি
  • ওয়েবপেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়
  • ওয়েবপেজ ডিজাইন কোনটি
  • ওয়েব পেজ ডিজাইন কাকে বলে
  • ওয়েবপেজ সংজ্ঞায়িত করুন
  • ওয়েবপেজ ডিজাইনে html গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর
  • ওয়েবপেজ ও ওয়েবসাইট এক নয় ব্যাখ্যা কর
  • ওয়েব পেজ কোন ধরনের মাল্টিমিডিয়া
  • ওয়েব পেজ ডিজাইন সফটওয়্যার হল
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments