HomeICTকৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে?

কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিসন্দেহে মানুষের শ্রেষ্ঠতম আবিষ্কার। কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টা কি?; কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে?; কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও অসুবিধা কি?; এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা।

কৃত্রিম বুদ্ধিমত্তা কি? (What is Artificial Intelligence in Bengali/Bangla?)

আর্টিফিশিয়াল (Artificial) অর্থ হলো কৃত্রিম এবং ইনটেলিজেন্স (Intelligence) অর্থ হলো বুদ্ধিমত্তা। অর্থাৎ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (Artificial Intelligence) মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষ যেভাবে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেয়, কৃত্রিম উপায়ে কোন যন্ত্র যদি সেভাবে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে, তখন সেই যন্ত্রের বুদ্ধিমত্তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। অন্যভাবে বলা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের চিন্তাভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তিনির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। এটি কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা। এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়। কম্পিউটার কীভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌছবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কিভাবে পরিকল্পনা প্রণয়ন করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আরো গবেষণা করা হচ্ছে। তবে

 

কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য (Characteristics of Artificial Intelligence)

কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখা যায় তা নিচে তুলে ধরা হলো :

১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।

২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।

৩। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।

৪। সমস্যা সমাধানের ক্ষমতা।

৫। নতুন নতুন জ্ঞান অর্জন।

৬। ভাষা বুঝার ক্ষমতা।

৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।

৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।

৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।

১০। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।

১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।

১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা ইত্যাদি।

 

কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ (Example of Artificial intelligence)

কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে সফল উদাহরণ হলো রোবট।

 

কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে? (Who is the father of Artificial Intelligence)

কৃত্রিম বুদ্ধিমত্তার জনক জন ম্যাকার্থি (John McCarthy)

 

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকারভেদ (Types of Artificial Intelligence)

Artificial Narrow Intelligence (ANI) : সুনির্দিষ্ট বিষয়ের উপর সম্ভাব্য সমাধান বিশ্লেষণ করে মতামত/নির্দেশ প্রদান করতে পারে। যেমন মানুষের রক্তের উপাদান শনাক্তকরণের পরিবর্তে যদি রক্তের গ্রুপ শনাক্তকরণের কাজ দেওয়া হয় তাহলে সে পারবে না। প্রোগ্রামিং লজিক এর এটি প্রথম ধাপ এবং দুর্বল পদ্ধতি বটে।

Artificial General Intelligence (AGI) : এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার Huristics প্রযুক্তি ব্যবহার রয়েছে। তথা নতুন কোনো পরিবেশ উপাত্ত সংগ্রহপূর্বক ত্বরিত গতিতে বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছাতে পারে। একে কৃত্রিম বুদ্ধিমত্তার Strong বা Human Level বলা হয়।

Artificial Super Intelligence (ASI) : এটি এখনও গবেষণার বিষয়বস্তু হয়ে রয়েছে। ভবিষ্যতে যদি মানুষের তৈরি প্রোগ্রাম বিশ্লেষণ করে মানুষের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত/নির্দেশ প্রদান করতে পারে তবে তা হবে কৃত্রিম বুদ্ধিমত্তার চূড়ান্ত পর্যায়।

 

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার (Use of Artificial Intelligence)

  • মানুষ ছাড়া গাড়ি এবং বিমান চালনার ক্ষেত্রে।
  • জটিল গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে। যেমন- ম্যাকসিমা।
  • ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজে।
  • চিকিৎসার ক্ষেত্রে। যেমন- মাইসিন।
  • কাস্টমার সার্ভিস প্রদানে। যেমন- Automated online assistants।
  • বিনোদনে ও গেম খেলায়। যেমন- দাবা খেলায়।
  • অনেক বড়, কঠিন ও জটি কাজে।
  • স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে।
  • পরিকল্পনা ও সিডিউল তৈরির ক্ষেত্রে।
  • বিভিন্ন ডিভাইসের সূক্ষ্ম ত্রুটি শনাক্তকরণে।
  • প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার কাজে। যেমন- প্রসপেটর।

 

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মৌলিক গবেষণা সম্ভব নয় কেন?

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মৌলিক গবেষণা সম্ভব নয় কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন পর্যন্ত সেই লেভেল এ গিয়ে পৌঁছায় নি যাতে করে নতুন কোনো কিছুকে নিয়ে নিজে থেকেই গবেষণা করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো এখন পর্যন্ত সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ হতে পারে নি। এক সময় হয়তো মানুষের মতো সেগুলো ভাবতে ও নিজেই সিদ্ধান্ত নিতে পারবে, সেদিন সম্ভব হবে।

 

কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে ব্যবহৃত প্রোগাম কি?

এক্সপার্ট সিস্টেম এবং রোবটিক্সে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা যেমন- LISP, CLISP, PROLOG, C/C++, JAVA ইত্যাদি ব্যবহার করা হয়।

 

কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা (Advantages of Artificial Intelligence)

  • কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে ত্রুটি বা ভুল হওয়ার সম্ভাবনা কম বা প্রায় শূন্য থাকে।
  • দ্রুততার সাথে কাজ করা যায়।
  • এআই ব্যবহার করে স্মার্ট কার্ড ভিত্তিক সিস্টেমে জালিয়াতি সনাক্তকরণ সম্ভব হয়।
  • কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রধান সুবিধা হলো, এটিকে মানুষের বিপরীতে ঝুঁকিপূর্ণ কাজ করতে ব্যবহার করা যায়।
  • কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি যন্ত্র কোনো প্রকার বিরতি ছাড়াই কাজ করতে সক্ষম।
  • দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়।

 

কৃত্রিম বুদ্ধিমত্তার অসুবিধা (Disadvantages of Artificial Intelligence)

  • কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন দিয়ে মানুষের বদলে কাজ করায় সমাজে বেকারের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে।
  • কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল ব্যবহারের ফলে ব্যাপক ক্ষতি সাধান হতে পারে।
  • কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন এ যে কোডিং দেওয়া হবে তারা সেগুলো ব্যতীত কিছু করতে পারে না।
  • কৃত্রিম বুদ্ধিমত্তায় ভুল প্রোগ্রামিং এর কারণে তারা বিপদের কারণ হতে পারে।
  • কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে মানুষের স্বাভাবিক বুদ্ধি লোপ পেতে পারে।

 

Tags :

কৃত্রিম বলতে কি বুঝায়? (What is meant by the artificial intelligence?); কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে?; রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা কর।; কৃত্রিম বুদ্ধিমত্তার উপকারিতা (Benefits of Artificial intelligence); কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাস (History of Artificial intelligence); কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে?; কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মৌলিক গবেষণা সম্ভব নয় ব্যাখ্যা কর।; কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার (Use of Artificial intelligence); কৃত্রিম বুদ্ধিমত্তা ও বাংলাদেশ অনুচ্ছেদ।; কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্র সমূহ।; কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য (Characteristics of Artificial intelligence; কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে (Who is the Father of artificial intelligence?); বিজ্ঞানীদের পর্যবেক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর; কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম ব্যাখ্যা কর;

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments