HomeChemistryগ্লাস ক্লিনার কি? গ্লাস ক্লিনারের মূল উপাদান কি?

গ্লাস ক্লিনার কি? গ্লাস ক্লিনারের মূল উপাদান কি?

গ্লাস ক্লিনার কি? (What is Glass cleaner in Bengali/Bangla?)

গ্লাস ক্লিনার (Glass cleaner) হলো এক ধরনের তরল পরিষ্কারক, যা দ্বারা কাঁচ জাতীয় বিভিন্ন মসৃণ সামগ্রী (যেমন- আলমারি, শো-কেস, দরজা বা গাড়ির কাঁচ ইত্যাদি) পরিষ্কার করা হয়। গ্লাস ক্লিনারের মূল উপাদান হিসেবে NH3 ব্যবহার করা হয়। এছাড়া এতে থাকে অ্যামোনিয়া দ্রবণ (NH4OH), আইসােপ্রােপাইল অ্যালকোহল (CH3CH(OH)3CH3) সোডিয়াম লরিল সালফেট (সারফেকট্যান্ট), বিউটক্সি ইথানল (দ্রাবক), পারফিউম, রঞ্জক এবং পানি।

 

 

গ্লাস ক্লিনারের বৈশিষ্ট্য (Properties of Glass cleaner)

১. গ্লাসকে ক্ষয় করে না।

২. সহজে প্রয়োগ ও ব্যবহার করা যায়।

৩. স্প্রে করে গ্লাসে প্রয়োগ করা যায়।

৪. খুব সহজেই গ্লাসের দাগ ও জমে থাকা ময়লা পরিষ্কার করে।

 

গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া ব্যবহার করা হয় কেন?

গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া কিছু সমস্যার কারণ হলেও সতর্কতার সাথে তা ব্যবহার করা হলে ফলাফল ভালো হয়। অ্যামোনিয়া জীবাণুনাশক। এটি ব্যাকটেরিয়াসহ অন্যন্য অণুজীব কোষের সাইটোপ্লাজমিক মেমব্রেনের মধ্যে প্রবেশ করে স্বয়ংক্রিয় এনজাইমের উপস্থিতিতে কোষের দেয়াল ভেঙে ফেলে এবং বিভিন্ন অণুজীব ধ্বংস করে। অ্যামোনিয়ায় ক্ষার বিদ্যমান থাকার করণে সাবানায়ন বিক্রিয়ার মাধ্যমে তেল বা চর্বি থেকে ময়লা দূরীভূত করে। অ্যামোনিয়া উদ্বায়ী হওয়ার কারণে গ্লাস পরিষ্কার করার পর এর কোনো অবশেষ গ্লাসের সাথে লেগে থাকলে সাধারণ তাপমাত্রায় তা উড়ে গিয়ে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায়। এজন্য গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া ব্যবহার করা হয়।

 

Tags :

  • গ্লাস ক্লিনার প্রস্তুতি
  • গ্লাস ক্লিনারের মূল উপাদান কি
  • গ্লাস ক্লিনার এর সংকেত কি
  • টয়লেট ক্লিনারের মূল উপাদান কি
  • গ্লাস ক্লিনার এর দাম
  • গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া ব্যবহার করা হয় কেন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments