HomePhysicsঘাত বল কাকে বলে? বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য কি?

ঘাত বল কাকে বলে? বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য কি?

খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে।

অর্থাৎ খুব সীমিত সময়ের জন্য খুব বড় মানের ঘাত বল প্রযুক্ত হয়। অনেক সময় এ ঘাত বলের মান এত বড় হয় যে এর ক্রিয়াকাল খুব কম হলেও এর প্রভাব দৃষ্টিগ্রাহ্য হয়। যে স্বল্প সময় ধরে ঘাত বল প্রযুক্ত হয় সেই সময় অন্যান্য বলের প্রভাব উপেক্ষা করা হয়।

চলুন একটি উদাহরণের সাহায্যে বুঝি, ধরা যাক, একটি র‌্যাকেট কোনো টেনিস বলকে আঘাত করল। র‌্যাকেট কর্তৃক প্রযুক্ত বল F টেনিস বলটির ভরবেগ পরিবর্তন করে। যে সময় ধরে টেনিস বলটি র‌্যাকেটটির সংস্পর্শে থাকে সে সময় র‌্যাকেট কর্তৃক প্রযুক্ত বল টেনিস বলটির উপর ক্রিয়াশীল অন্যান্য বলের তুলনায় অনেক বড় হয়। র‌্যাকেট কর্তৃক এরূপ বল ঘাত বল।

 

বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য কি?

খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোন বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হয়েছে-

১। বস্তুর উপর প্রযুক্ত বলের মান ও ক্রিয়াকাল এর গুণফল হলো বলের ঘাত। অন্যদিকে বৃহৎ মান বিশিষ্ট ক্ষণস্থায়ী বল হল ঘাত বল।

২। বলের ঘাত হলো ফলাফল (Effect)। অন্যদিকে ঘাত বল হলো কারণ (Cause)।

৩। বলের ঘাতের মাত্রা [MLT-1]। অন্যদিকে বলের ঘাতের মাত্রা [MLT-2]।

৪। বলের ঘাতের প্রভাবে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে। অন্যদিকে ঘাত বলের প্রভাবে বস্তুতে অল্প সময়ে বৃহৎ ত্বরণ সৃষ্টি হয়।

৫। বলের ঘাত এর ক্ষেত্রে ক্রিয়াশীল বল F=ma সমীকরণ মেনে চলে। অর্থাৎ ভর ও ত্বরণের গুণফল দ্বারা ক্রিয়াশীল বলের পরিমাপ করা হয়। অন্যদিকে ঘাত বলের ক্ষেত্রে ক্রিয়াকাল অল্প হওয়ায় ভরবেগের পরিবর্তনের দ্বারা ঘাত বলের (F.t) পরিমাপ করা হয়।

 

Tags :

  • বলের ঘাত বলতে কী বোঝায়?
  • বলের ঘাত এর একক কী?
  • ঘাট বল কি?
  • খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে কী বলে?
  • বলের ঘাত এর সূত্র কি?
  • বলের ঘাতের একক কি?
  • ঘাত কাকে বলে?
  • বীজগণিতে ঘাত কাকে বলে
  • ঘাত বল ও বলের ঘাত পার্থক্য
  • ঘাত বল english
  • বলের ঘাতের মাত্রা সমীকরণ কোনটি
  • সূচক ও ঘাত কাকে বলে
  • ঘাত কি রাশি
  • ঘাত বলের মাত্রা কী
  • প্রযুক্ত গড় বল
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments