HomePhysicsঘূর্ণন গতি কাকে বলে? ঘূর্ণন গতি কত প্রকার?

ঘূর্ণন গতি কাকে বলে? ঘূর্ণন গতি কত প্রকার?

ঘূর্ণন গতি হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে চলমান বস্তুর গতি। যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি (Circular Motion) বলে। এটি এক বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। যেমন, বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি ইত্যাদি ঘূর্ণন গতির উদাহরণ।

ঘূর্ণন গতি দুই প্রকার, যথা-

(১) সম-ঘুর্ণন গতি (Uniform Circular Motion)

(২) অসম-ঘুর্ণন গতি (Non-Uniform Circular Motion)

সময়ের সাথে বস্তুর ঘূর্ণন গতির কোন পরিবর্তন না হলে বস্তুর ঐ ঘূর্ণন গতিকে সম-ঘূর্ণন গতি এবং সময়ের সাথে বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তন হলে বস্তুর ঐ ঘূর্ণন গতিকে অসম-ঘূর্ণন গতি বলে। যখন কোন বস্তু একটি অক্ষের চারিদিকে ঘোরে, তখন ঐ অক্ষকে ঘূর্ণন অক্ষ (Axis of rotation) বলে।

 

ঘূর্ণন গতি ও ঘূর্ণন চলন গতির মধ্যে পার্থক্য কি?

ঘূর্ণন গতি ও ঘূর্ণন চলন গতির মধ্যে পার্থক্য নিম্নরূপঃ–

ঘূর্ণন গতি

  • যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে চক্রাকারে পরিভ্রমণ করে তখন তার গতিকে ঘূর্ণন গতি বলে।
  • এখানে শুধু ঘূর্ণন গতি কাজ করে।
  • বৈদ্যুতিক পাখার গতি হলো ঘূর্ণন গতি।
  • এই গতি জটিল নয়।

ঘূর্ণন চলন গতি

  • যখন কোনো বস্তুর একই সাথে চলন গতি ও ঘূর্ণন গতি উভয়ই থাকে তখন তার গতিকে ঘূর্ণন চলন গতি বলে।
  • এখানে ঘূর্ণন ও চলন গতি কাজ করে।
  • ড্রিল মেশিনের গতি হলো ঘূর্ণন চলন গতি।
  • এই গতিকে জটিল গতি বলা হয়।

 

এ সম্পর্কিত আরও কিছু প্রশ্নঃ–

১। ঘূর্ণন গতির অপর নাম কি?

উত্তর : ঘূর্ণন গতির অপর নাম কৌণিক গতি (angular motion)।

 

Tags :

  • ঘূর্ণন গতি ও পর্যাবৃত্ত গতির পার্থক্য কি?
  • ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি– ব্যাখ্যা কর।
  • ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে?
  • সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি নয়– ব্যাখ্যা করো।
  • ঘূর্ণন গতির বৈশিষ্ট্য।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments