HomeBlogজারনাইড সিরাপ কি? জারনাইড সিরাপ এর কাজ কি?

জারনাইড সিরাপ কি? জারনাইড সিরাপ এর কাজ কি?

Jernide Syrup হচ্ছে এক ধরনের স্বপ্নদোষ প্রশমক সিরাপ। এটি পুরুষাঙ্গের দুর্বলতা ও অতিসংবেদনশীলতা দূর করে। যখন লসিকা ঝিল্লী, প্রোস্টেট  গ্রন্থি, শুক্রথলী ও অন্ডকোষদ্বয়ের মধ্যে রক্ত সঞ্চার ঘটে তখন প্রস্রাবের জ্বালা যন্ত্রনা এবং অতি  স্পর্শকাতরতা সৃষ্টি হয়, যার ফলে শুক্র অনিয়মিতভাবে বের হতে থাকে কিংবা প্রত্যেক মাসে দশ-বিশবার স্বপ্নদোষ হয়, এ সময় Jernide সেবন করিলে বিস্ময়কর সুফল লাভ করা যায়। Jernide বিশেষ অঙ্গের স্পর্শকাতরতা ও জড়তা দূর করিয়া অনুভূতিকে স্বাভাবিক অবস্থায়  ফিরিয়ে আনে।

 

উপাদান

প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে)- যষ্টিমধু (Glycyrrhiza glabra) ৩০০.০০ মিগ্রা, কাসকারা সাগ্রাডা (Cascara sagrada) ১০০.০০ মিগ্রা এবং টিংচার লুফ্ফাহ  (Tincture belladona) ০.১৫ মিলি।

 

নির্দেশনা

  • শুক্রমেহ
  • প্রস্রাবের জ্বালা-পোড়া
  • অতিরিক্ত স্বপ্নদোষ

 

সেবনবিধি

২ চা চামচ (১০ মিলি) দৈনিক ২-৩ বার আহারের পর অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

 

প্রতিনির্দেশ

কোন প্রতিনির্দেশ নেই।

 

পার্শ্ব প্রতিক্রিয়া

নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

 

সতর্কতা

শিশুদের নাগালের বাইরে রাখুন।

 

সংরক্ষণ

আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

 

Tags :

  • জারনাইড সিরাপ কতদিন খেতে হয়?
  • জারনাইড সিরাপ কয়টা খেতে হবে
  • জারনাইড সিরাপ এর দাম কত
  • হামদর্দ জারনাইড সিরাপ
  • জারনাইড সিরাপ খাওয়ার উপকারিতা কি?
  • জারনাইড সিরাপ খাবার নিয়ম কি?
  • জারনাইড সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া কি?
  • জিরিয়ান সিরাপ
  • শুক্রমেহ কাকে বলে
  • হামদর্দ জারনাইড সিরাপ
  • Jernide syrup price in bangladesh
  • জারনাইড সিরাপ কোথায় পাওয়া যাবে
  • জেনিটিন সিরাপ
  • কাসকারা সাগ্রাডা
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments