HomeBlogডিফেক্ট অর্থ কি? ডিফেক্ট কত প্রকার ও কি কি? সুইং ডিফেক্ট কি?

ডিফেক্ট অর্থ কি? ডিফেক্ট কত প্রকার ও কি কি? সুইং ডিফেক্ট কি?

ডিফেক্ট (Defect) অর্থ সমস্যা বা ত্রুটি।

ডিফেক্ট বা অল্টার একটি পণ্যের একটি শারীরিক, ক্রিয়ামূলক বা নান্দনিক বৈশিষ্ট্য যা নির্দেশ করে পণ্যটির প্রয়োজনীয় সকল প্রয়োজনীয়তা সেই পণ্য দ্বারা পূরণ করা হয়নি।

 

ডিফেক্ট (defect) কত প্রকার ও কি কি?

ডিফেক্ট (defect) তিন প্রকার। যথা–

১. মেজর ডিফেক্ট (Major Defect);

২. মাইনর ডিফেক্ট (Minor Defect);

৩. ক্রিটিকাল ডিফেক্ট (Critical Defect);

১. মেজর ডিফেক্ট বলতে এমন ডিফেক্টকে বোঝায় যেটার কারণে কাস্টমার কমপ্লেইন করে অথবা ফেরত দেয়।

মেজর ডিফেক্ট গুলো কাস্টমারের চোখ পড়ে বেশি। তবে ছোট ত্রুটিগুলো তুলনায় বড় ত্রুটিগুলি আরও বড় এবং দৃশ্যমান হয়। মেজর ডিফেক্ট গুলো কোনও পণ্যের কার্যকারিতা, দক্ষতা বা উপস্থিতিকে বিরূপ প্রভাবিত করতে পারে। বায়ার সহজেই এই ত্রুটিগুলি শনাক্ত করতে পারে। মেজর ডিফেক্টের ক্ষেত্রে, বেশিরভাগ আমদানিকারকরা তাদের নমুনায় ছোট ছোট ত্রুটিগুলো তুলনায় একটি ছোট সীমা নির্ধারণ করে। যেমনঃ ভাঙা সেলাই, সেলাই এড়িয়ে যান, ক্র্যাক স্টিচ, ওপেন সিম, প্লেট, Color bleeding, button is too big from hole ইত্যাদি।

২. মাইনর ডিফেক্ট বলতে এমন ডিফেক্টকে বোঝায় যেটির কারণে কাস্টমার ক্লেইম করবে না বা পোশাক ফেরত দিবে না কিন্তু garments টা required standard maintain করে নাই।

উদাহরণ : Wavy seam, poly bag wrinkle.

৩. ক্রিটিকাল ডিফেক্ট এমন ডিফেক্টকে বোঝায় যেটার কারণে পোশাক  যখন ব্যবহার করা হয় তখন  useless অবস্থায় থাকে অথবা যে সমস্যার কারণে পোষাক তার বিক্রির যোগ্যতা হারায়।

উদাহরণ : H&M এর পোষাকে C&A এর লেবেল লাগানো অথবা button লাগানো।

 

Tags :

  • Defect কত প্রকার ও কি কি
  • Critical defect কি কি
  • অল্টার অর্থ কি
  • Defective কি
  • ক্রিটিক্যাল ডিফেক্ট
  • গার্মেন্টস ডিফেক্ট এর নাম
  • ডিফেক্ট ট্যাগ কি
  • Major defect কি কি
  • ৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম
  • সুইং ডিফেক্ট কি?
  • মেজর ডিফেক্ট এর নাম
  • মেজর অল্টার কি কি
  • গার্মেন্টস ডিফেক্ট কি
  • কাটিং ডিফেক্ট কি কি
  • ডিফেট কত প্রকার ও কি কি?
  • পোশাকের ত্রুটি কি?
  • ১০ টি মেজর ডিফেক্ট এর নাম
  • Defect and Defective এর মধ্যে পার্থক্য কি?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments