HomeElectronicsডিসি মোটর কাকে বলে? ডিসি মোটর কত প্রকার?

ডিসি মোটর কাকে বলে? ডিসি মোটর কত প্রকার?

ডিসি মোটর কাকে বলে? (What is called DC Motor in Bengali/Bangla?)

যে যন্ত্র ডিসি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে ডিসি মোটর বলে৷

 

ডিসি মোটরের প্রকারভেদ (Types of DC Motor)

ডিসি মোটর প্রধানত তিন প্রকার। যথা-

(১) সিরিজ মোটরঃ যে মোটরে আর্মেচারের সাথে সিরিজ ফিল্ড কয়েল সংযোগ করা হয়, তাকে সিরিজ মোটর বলে। সিরিজ মোটরের টর্ক আর্মেচার কারেন্ট, ফিল্ডের ক্ষমতার উপর নির্ভর করে।

(২) শান্ট মোটরঃ যে মোটরের ফিল্ড কয়েল আর্মেচারের সাথে প্যারালালে সংযোগ থাকে, তাকে শান্ট মোটর বলে। শান্ট মোটরের টর্ক মেইন ফিল্ডের ক্ষমতা ও আর্মেচার কারেন্টের পরিবর্তনের উপর নির্ভর করে।

(৩) কম্পাউন্ড মোটরঃ যে মোটরের ফিল্ড কয়েল আর্মেচারের সাথে সিরিজে এবং শান্ট কয়েল প্যারালালে সংযোগ করা হয়, তাকে কম্পাউন্ড মোটর বলে। কম্পাউন্ড মোটরের বৈশিষ্ট্য সিরিজ ও শান্ট মোটরের মিলিত বৈশিষ্ট্যের মতো।

ফ্লাক্সের উপর ভিত্তি করে কম্পাউন্ড মোটর আবার দুই প্রকার। যথা-

  • কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর : যে কম্পাউন্ড মোটরের সিরিজ ফিল্ড ও শান্ট ফিল্ডের উভয় ফ্লাক্স একই দিকে প্রবাহিত হয়, তাকে কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর বলে।
  • ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটর : যে কম্পাউন্ড মোটরে সিরিজ ফিল্ডের ফ্লাক্স শান্ট ফিল্ডের বিপরীত দিকে প্রবাহিত হয় তাকে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর বলে।

সংযোগের পার্থক্য অনুযায়ী কম্পাউন্ড মোটর আবার দুই প্রকার। যথা-

  • লং-শান্ট কম্পাউন্ড মোটর : যে মোটরের আর্মেচারের সাথে ফিল্ড কয়েল সিরিজে এবং শান্ট ফিল্ড কয়েল প্যারালালে সংযোগ করা হয়, তাকে লং-শান্ট কম্পাউন্ড মোটর বলে।
  • শর্ট-শান্ট কম্পাউন্ড মোটর : যে মোটরের আর্মেচারের প্যারালালে শান্ট-ফিল্ড এবং সিরিজ ফিল্ড কয়েল সংযোগ করা হয়, তাকে শর্ট-শান্ট কম্পাউন্ড মোটর বলে।

 

ডিসি মোটরের গঠন (Structure of DC Motor)

ডিসি মোটর প্রধানত ৪টি অংশ নিয়ে গঠিত। এগুলো হলো– ১. ক্ষেত্র চুম্বক, ২. আর্মেচার, ৩. কম্যুটেটর এবং ৪. ব্রাস।

  • ক্ষেত্র চুম্বক : U আকৃতির একটি স্থায়ী চুম্বক এ যন্ত্রের ক্ষেত্র চুম্বক হিসেবে কাজ করে।
  • আর্মেচার : কাঁচা লোহার মজ্জার উপর অন্তরিত তামার তার জড়িয়ে আর্মেচার তৈরি করা হয়।
  • কম্যুটেটর : আর্মেচার কুণ্ডলীর দুই প্রান্তের সাথে যুক্ত অর্ধবৃত্তাকার ধাতব পাতের মতো অংশই কম্যুটেটর। তামার খণ্ডগুলো পরস্পরকে অন্তরিত করে কম্যুটেটর তৈরি করা হয়।
  • ব্রাস : কার্বনেটের তৈরি দুটি ব্রাস স্প্রিং এর সাহায্যে কম্যুটেটরের উপর চেপে থাকে এবং এদের অপর দুই প্রান্ত বহির্বর্তনীর সাথে যুক্ত থাকে।

 

ডিসি মোটরের ব্যবহার (Use of DC Motor)

  • ইলেকট্রিক ট্রাকশন পদ্ধতিতে ট্রেন, ট্রাম ও টলিফায় পরিচালনার জন্য এটি ব্যবহৃত হয়।
  • মিলিং মেশিন, শেয়ারিং মেশিন, রোলিং মিল ও লিফট ইত্যাদি পরিচালনার জন্য ডিসি মোটর ব্যবহৃত হয়।
  • লেদ মেশিন চালনার জন্য ডিসি মোটর ব্যবহৃত হয়।
  • যেখানে স্থির গতিবেগ প্রয়োজন, সেখানে ডিসি মোটর ব্যবহৃত হয়।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments