HomeNetworkingডেটা কমিউনিকেশন মাধ্যম কাকে বলে? ডেটা কমিউনিকেশন মাধ্যম কত প্রকার ও কি...

ডেটা কমিউনিকেশন মাধ্যম কাকে বলে? ডেটা কমিউনিকেশন মাধ্যম কত প্রকার ও কি কি?

যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সমিশন বা স্থানান্তরিত হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম (Data Communication Medium) বলে। যখন কেউ যোগাযোগ করে বা করতে চায় তখন তাকে কোন না কোন ট্রান্সমিশন মাধ্যমের সাহায্য নিতে হয়। বহুল ব্যবহৃত হয় এমন ডেটা কমিউনিকেশন মাধ্যম দুই ধরনের। যথা–

১. তার মাধ্যম (Wire Medium) : ক্যাবল/তার, টেলিফোন লাইন, ফাইবার অপটিক লাইন ইত্যাদি।

২. তারবিহীন বা বেতার মাধ্যম (Wireless Medium) : বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ইত্যাদি।

 

ক্যাবল বা তার মাধ্যম (Cable or Wire Medium)

ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ক্যাবল বা তার। ক্যাবল সাধারণত তামা (কপার) ও কাচ (বা স্বচ্ছ প্লাস্টিক) দিয়ে তৈরি হয়। যার মধ্যে দিয়ে ডেটা সিগন্যালগুলো উৎস থেকে গন্তব্যে গমন করতে পারে। স্বল্প দূরত্বের নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা স্থানান্তরে ক্যাবল ব্যবহৃত হয়। তবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (ওয়ান) এর ক্ষেত্রে হাইস্পিড ডেটা কমিউনিকেশনেও ক্যাবল ব্যবহৃত হয়। ব্যবহারের ধরনভেদে বিভিন্ন নেটওয়ার্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যাবল বা তার ব্যবহার করা হয়।

 

ক্যাবল মাধ্যমের প্রকারভেদ (Types of Cable Medium)

নিম্নলিখিত বহুল ব্যবহৃত ক্যাবলগুলো হলো–

ক. কোএক্সিয়াল ক্যাবল (Coaxial Cable)

খ. টুইস্টেড পেয়ার ক্যাবল (Twisted-Pair Cable)

গ. ফাইবার অপটিক ক্যাবল (Fiber Optic Cable)

ক. কোএক্সিয়াল ক্যাবল (Coaxial cable)

কোএক্সিয়াল ক্যাবল (Coaxial cable) মূলত এক ধরনের তার, যা লোকাল এরিয়া নেটওয়ার্কে ব্যবহার করা হয়। এছাড়া বাসাবাড়িতে ডিস টিভি কানেকশনের জন্য আমরা ব্যাবহার করি। কোএক্সিয়াল ক্যাবল বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন- ৫০ওহম (আরজি-৮, আরজি-১১ আরজি-৫৮), ৭৫ ওহম (আরজি-৫৯) এবং ৯৩ ওহম (আরজি-৬২)। এ ক্যাবলের দাম অনেক কম। তামার তৈরি বলে ইএমআই সমস্যা রয়েছে। এটা দ্বারা তথ্য প্রেরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments