HomeMathematicsদৈর্ঘ্য কাকে বলে? দৈর্ঘ্য পরিমাপের একক কি?

দৈর্ঘ্য কাকে বলে? দৈর্ঘ্য পরিমাপের একক কি?

কোনো বস্তুর মাত্রার পরিমাপকে তার দৈর্ঘ্য (Length) বলে।

 

দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি ও একক

দৈর্ঘ্য পরিমাপের একক হল মিটার। পৃথিবীর উত্তর মেরু হতে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের এক ভাগকে এক মিটার হিসেবে গণ্য করা হয়। কিন্তু এ দৈর্ঘ্য মাপ সুবিধাজনক নয় বিধায়, পরবর্তীতে  প্যারিসের মিউজিয়ামে রক্ষিত একখণ্ড প্লাটিনাম রড এর দৈর্ঘ্য ১ মিটার হিসেবে স্বীকৃত হয়েছে। ঐ দৈর্ঘ্যকে একক হিসেবে ধরে রৈখিক মাপ করা হয়। দৈর্ঘ্যের একক মিটার থেকে মেট্রিক পদ্ধতির নামকরণ করা হয়। দৈর্ঘ্যের পরিমাণ কম হলে সেন্টিমিটারের প্রকাশ করা হয় এবং দৈর্ঘ্যের পরিমাণ বেশি হলে কিলোমিটারে প্রকাশ করা হয়। যেমন,

মেট্রিক পদ্ধতি দৈর্ঘ্য পরিমাপ

  • ১০ মিলিমিটার    = ১ সেন্টিমিটার
  • ১০ সেন্টিমিটার    = ১ ডেসিমিটার
  • ১০ ডেসিমিটার     = ১ মিটার
  • ১০০ সেন্টিমিটার    = ১ মিটার
  • ১০ মিটার    = ১ ডেকামিটার
  • ১০ ডেকামিটার    = ১ হেক্টোমিটার
  • ১০ হেক্টোমিটার    = ১ কিলোমিটার
  • ১ কিলোমিটার    = ১০০০ মিটার
  • ১ মিটার    = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
  • ১ কিলোমি.    = ০.৬২ মাইল (প্রায়)
  • ১ ইঞ্চি    = ২.৫৪ সে.মি.
  • ১ মাইল    = ১.৬০ কিলোমিটার
  • ১ নটিক্যাল মাইল    = ১.৮৫৩ কিলোমিটার/ ১৮৫৩.১৮ মিটার
  • ২০০ নটিক্যাল মাইল    = ৩৭০ কিলোমিটার (প্রায়)

বস্ত্রের দৈর্ঘ্য পরিমাপের দেশীয় পদ্ধতি

  • ৩ যবোদার    = ১ আঙ্গুলী
  • ৩ আঙ্গুলী    = ১ গিরা
  • ৩ গিরা    = ১ হাত
  • ১৬ গিরা    = ১ গজ
  • ১৮ ইঞ্চি    = ১ হাত
  • ৩৬ ইঞ্চি    = ১ গজ
  • ২ হাত    = ১ গজ
  • ২০ গজ    = ১ থান

ভূমির/জমির ক্ষেত্রফল পরিমাপে দেশীয় ও ব্রিটিশ পদ্ধতি

  • ১ বর্গ হাত    = ১ গন্ডা
  • ২০ গন্ডা    = ১ ছটাক
  • ১ ছটাক    = ৫ বর্গগজ
  • ১৬ ছটাক    = ১ কাঠা
  • ১ কাঠা    = ৮০ বর্গগজ
  • ১ বিঘা    = ২০ কাটা/ ১৬০০ বর্গগজ
  • ১০৮ ঘনহাত    = ১ কুয়া
  • ৩৬৪ ঘনফুট    = ১ কুয়া
  • ১০০০ ঘনফুট    = ২.৭৫ কুয়া
  • ১৪৪ বর্গ ইঞ্চি    = ১ বর্গফুট
  • ৯ বর্গফুট    = ১ বর্গগজ
  • ১৭৬০ গজ    = ১ মাইল
  • ৪৮৪০ বর্গগজ    = ১ একর

 

Tags :

১। দৈর্ঘ্য পরিমাপের মূল একক কী?

২। দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে ছোট একক কি?

৩। দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কয়টি?

৪। ১ কিলোমিটার সমান কত মিটার?

৫। ১ মিলিমিটার সমান কত মিটার?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments