HomePhysicsবস্তুর ভর কাকে বলে? ভরের মাত্রা ও একক কি?

বস্তুর ভর কাকে বলে? ভরের মাত্রা ও একক কি?

ভর কাকে বলে? (What is called Mass in Bengali/Bangla?)

কোন বস্তুর ভেতর মোট পদার্থের পরিমাণকে তার ভর বলে। ভরকে সাধারণত m দ্বারা প্রকাশ করা হয়। ভর একটি অদিক ও মৌলিক রাশি। ভর সর্বত্র অপরিবর্তিত থাকে।

উদাহরণ : আমরা বাজার থেকে ১ কেজি লবণ কিনলে বলে থাকি যে লবণের ওজন ১ কেজি। কিন্তু প্রকৃতপক্ষে এটি ওজন নয় ‘ভর’।

 

ভরের একক (Unit of Mass)

আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম (kg)। সংক্ষেপে এটি কেজি হিসেবে পরিচিত। ফ্রান্সের সাভ্রেতে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত প্লাটিনাম-ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের ভরকে এক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয়। কম ভরের জন্য গ্রাম এবং বেশি ভরের জন্য কুইন্টাল ও মেট্রিকটন একক ব্যবহৃত হয়।

 

ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়?

ভর হলো কোনো একটি বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য। কোনো বস্তুর মোট পরিমাণকে তার ভর বলা হয়। এটি স্থান, কাল নিরপেক্ষ।

অপরদিকে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাই হলো বস্তুর ওজন। কোনো বস্তুর ভর m এবং অভিকর্ষজ ত্বরণ g হলে ঐ স্থানে বস্তুটির ওজন W = mg।

কোনো নির্দিষ্ট বস্তুর জন্য তার ভর m এর মান নির্দিষ্ট। কিন্তু বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তনের কারণে ওজন পরিবর্তিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments