HomeUncategorizedবাগধারা কাকে বলে?

বাগধারা কাকে বলে?

বাগধারা কাকে বলে?

বাংলা ভাষায় এমন কিছু শব্দ বা বাক্যাংশ থাকে, যা সাধারণ অর্থের বাইরে বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে। এই সব শব্দ বা বাক্যাংশকে বাগধারা বা বাগ্বিধি বলে।

বাগধারা ভাষার প্রাণ। বাগধারার সার্থক প্রয়োগে ভাষা সুন্দর, সরল ও শ্রুতিমধুর হয়। এতে অতি সহজে কোনো নির্দিষ্ট ভাবকে ভাষায় প্রকাশ করা যায়।

নিচে কিছু গুরুত্বপূর্ণ বাগধারা দেওয়া হলো :

১। অক্কা পাওয়া (মারা যাওয়া) : অসুস্থ লোকটি শেষে পর্যন্ত অক্কা পেল।

২। আষাঢ়ে গল্প (কাল্পনিক) : আষাঢ়ে গল্প না হলে আসরে আনন্দ হয় না।

৩। উত্তম-মধ্যম (প্রহার) : চোর ধরে জনতা উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দিয়েছে।

৪। কলুর বলদ (খেটে খাওয়া) : লোকটি তার সংসারে কুলুর বলদের মত খেটেই যাচ্ছে।

৫। অর্ধচন্দ্ৰ (গলাধাক্কা) : ওকে অর্ধচন্দ্র দিয়ে তাড়িয়ে দাও।

৬। অন্ধের যষ্টি (অসহায় অবলম্বন) : বুড়ির একমাত্র ছেলেটি তার শেষ বয়সে অন্ধের যষ্টি।

৭। কড়ায় গন্ডায় (সম্পূর্ণ হিসাব) : বুঝে শুনে খরচ কর, হিসাব কড়ায় গন্ডায় দিতে হবে।

৮। কোণঠাসা করা (বেকায়দায় ফেলা) : কেরানিকে সকলে মিলে কোণঠাসা করে ১ কাছে চাঁদা চাওয়া আর অরণ্যে রোদন করা অভিন্ন কথা।

১০। অকুল পাথর (মহাবিপদ) : বাবার মৃত্যুর পর সংসারের ভার নিয়ে রাসেল যেন অকুল পাথারে পড়েছে।

১১। অমাবস্যার চাঁদ (অদৃশ্য বস্তু) : করিম চাচা আজকাল যেন অমাবস্যার চাঁদ, তার দেখাই পাওয়া যায় না।

১২। কান কাটা (বেহায়া) : তোমার মত কান কাটা লোক আমি দ্বিতীয়টি দেখিনি।

১৩। গলায় গলায় (বন্ধুত্ব) : শিহাব ও মনির দুই বন্ধুর মধ্যে গলায় গলায় ভাব।

১৪। গোবর গনেশ (মুর্খ) : মেয়েটি কিছুই বুঝে না, একেবারে গোবর গনেশ।

১৫। ঘোড়ার ডিম (অলীক বস্তু) : লেখাপড়া না করলে পরীক্ষায় ঘোড়ার ডিম পাবে।

১৬। চোখের কাঁটা (অপ্রিয়) : মা হারা ছেলেটি সৎ মায়ের চোখের কাঁটা।

১৭। ঠোঁটকাটা (স্পষ্টভাষী) : ঠোঁট কাটা স্বভাবের লোকই আমার পছন্দ?

১৮। দা-কুমড়া সম্পর্ক (চিরশত্রু) : দুই বন্ধুর মধ্যে এখন দা-কুমড়া সম্পর্ক।

১৯। হাতটান (চুরির অভ্যাস) : চাকরটার হাত টানের অভ্যাস আছে সতর্ক থেকো।

২০। হাতের পাঁচ (শেষ সম্বল) : এই বিশ টাকা এখন আমার হাতের পাঁচ।

২১। চোখের মণি (প্রিয়) : শীলা তার মায়ের চোখের মণি।

২২। ছা-পোষা (অল্প আয় সম্পন্ন) : ছা-পোষা সংসারে চলাই বড় অসুবিধা।

২৩। রগচটা (বদ মেজাজী) : হিরণ মেম্বার একজন রগচটা মানুষ।

২৪। কেটে পড়া (পালানো) : পুলিশ দেখে চোরটি কেটে পড়ল।

২৫। আকাশ কুসুম (অসম্ভব কল্পনা) : গরিবের জন্য কি আকাশ-কুসুম ভাবলে চলে?

২৬। ঈদের চাঁদ (কাঙিক্ষত বস্তু) : চাকুরী পেয়ে জনি এখন ঈদের চাঁদ হয়ে গেল।
২৭। আঁতে গা (মনোকষ্ট) : কাউকে আঁতে গা দিয়ে কাজ করা উচিত না।
২৮। ষোলআনা (পুরোপুরি) : রহিম সব সময় তার ষোল আনা বুঝে নেয়।
২৯। যবনিকা পতন (ছেদ) : তোমার কু-কীর্তিতে এখন যবনিকা দাও।
৩০। ফতুর হওয়া (নিঃস্ব হওয়া) : বেশি চালাক হলে ফতুর হতে হয়।
৩১। পটল তোলা (মারা যাওয়া) : সামসু ভাই সেদিন পটল তুলেছে।
৩২। নয় ছয় (অপচয় করা) : এত টাকা তুমি নয় ছয় করে দিলে।
৩৩। টুই টুম্বর (জলে ভরপুর) : বর্ষাকালে নদ-নদী টুই টুম্বর থাকে।
৩৪। ছিনিমিনি খেলা (অপব্যয় করা) : বেশি টাকা থাকলে অনেকে ছিনিমিনি খেলে।
৩৫। কাঁচা পয়সা (নগদ পয়সা) : ধনীর ছেলে তাই দুই হাতে কাঁচা পয়সা উড়াচ্ছে।
৩৬। ইঁচড়ে পাকা (অকাল পক্ক) : তোমার মত জ্ঞানী লোকের ইঁচড়ে পাকা কথা ঠিক না।
৩৭। শনির দৃষ্টি (অশুভ দৃষ্টি) : শনির দৃষ্টি পড়লে স্বাস্থ্য খারাপ হবে।

৩৮। ওত পাতা (সুযোগের অপেক্ষা করা) : চোরটার পিছনে পুলিশ ওত পেতে বসেছিল।

৩৯। অথৈ জলে পড়া (ভীষণ বিপদে পড়া) : চাকুরী হারিয়ে রবিন এখন অথৈ জলে পড়েছে।

৪০। গা ঢাকা দেয়া (নিজেকে লুকিয়ে রখা) : তুমি এভাবে গাঁ ঢাকা দিয়ে আর কতদিন চলবে।

৪১। রক্তের টান (আপন জনের প্রতি টান) : ভাই ভাইয়ের প্রতি রক্তের টানতো থাকবেই।

৪২। কেউকেটা (সামান্য লোক) : লোকটি দেখতে কেউকেটা মনে হলেও সে একজন সৎলোক।

৪৩। খয়ের খাঁ (চাটুকার) : তোমার মত খয়ের খাঁ লোক কোনো দিন সুনাম অর্জন করতে পারে না।

৪৪। ডুমুরের ফুল (অদৃশ্য বস্তু) : তোমার যে এখন দেখাই মিলে না, ডুমুরের ফুল হলে নাকি?

এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–

১। বাগধারাকে ভাষার প্রাণ বলা হয় কেন?

উত্তরঃ প্রত্যেক ভাষার কতকগুলো চিরাচরিত বিশেষ বাক-ভঙ্গিমা আছে। এসব বাক-ভঙ্গিমা যুগ-যুগ ধরে বিশেষ অর্থ প্রকাশ করে আসছে। এসবের আক্ষরিক অর্থ ব্যতিরেকে গূঢ়ার্থ গ্রহণ করা হয়। আর এ কারণে বাগধারাকে ভাষার প্রাণ বলা হয়।

প্রশ্ন-৩। ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি?

উত্তরঃ চির অশান্তি।

প্রশ্ন-৪। ‘অন্ধের যষ্টি’ বাগধারাটির অর্থ কি?

উত্তরঃ একমাত্র সম্বল।

প্রশ্ন-৫। ‘ছা-পোষা’ বাগধারাটির অর্থ কি?

উত্তরঃ অত্যন্ত গরিব।

৬। জড়ভরত বাগধারাটির অর্থ কি?

উত্তর : জড়ভরত বাগধারাটির অর্থ – অকর্মণ্য।

Tags :

বাগধারা কোন তত্ত্বের আলোচ্য বিষয়?; বাগধারা ও প্রবাদ প্রবচন এর পার্থক্য কি?; অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ কি?; বাগধারা বাক্য রচনা; বাগধারা তালিকা pdf; সকল বাগধারা; বাগধারা বই; বাগধারা mcq; বিভিন্ন পরীক্ষায় আসা বাগধারা; তালকানা বাগধারা; বাগধারা ক্ষণস্থায়ী অর্থ কি?; মজার বাগধারা; বাগধারা প্রবাদ ও প্রবচন কাকে বলে?; কুনকি হাতি বাগধারার অর্থ কি?;

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments