HomeUncategorizedব্যবসায় কি? ব্যবসায়ের প্রকারভেদ

ব্যবসায় কি? ব্যবসায়ের প্রকারভেদ

ইংরেজি Business শব্দের বাংলা প্রতিশব্দ হলো ব্যবসায়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন, বণ্টন ও এর সহায়ক সকল বৈধ কাজকেই ব্যবসায় বলা হয়।

 

ব্যবসায়ের প্রকারভেদ (Types of Business)

ধরন অনুযায়ী ব্যবসায়কে তিন ভাগে ভাগ করা যায়। যথা :

১. ক্রয়-বিক্রয় জাতীয় মুনাফা

২. সেবামূলক ব্যবসা এবং

৩. উৎপাদনমূলক ব্যবসা

সেবামূলক ব্যবসায় : পণ্য বা দ্রব্যের গুণ পরিবর্তন করে কিংবা অন্য কোনো ধরনের সেবা প্রদানের মাধ্যমে আয় উপার্জনে নিয়োজিত ব্যবসাকে সেবামূলক ব্যবসায় বলা হয়। হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন, ট্রাভেল এজেন্সি, ফটোকপিয়ার ইত্যাদি সেবামূলক ব্যবসায়ের অন্তর্ভুক্ত।

 

ব্যবসায়কে সামাজিক প্রতিষ্ঠান বলা হয় কেন?

ব্যবসায়ের যাবতীয় কাজ সমাজকে ঘিরে হয়ে থাকে বলে একে সামাজিক প্রতিষ্ঠান বলা হয়। সমাজে বসবাসকারী জনগণের চাহিদা, রুচি, চেতনা প্রভৃতি বিবেচনায় রেখে ব্যবসায় পরিচালিত হয়। এছাড়া ব্যবসায় অনেক সময় সমাজের মানুষদের জন্য কল্যাণমূলক কাজও করে থাকে। সমাজের জনগণের সেবার মাধ্যমে এটি কাজ করে থাকে। এ কারণে ব্যবসায়কে সামাজিক প্রতিষ্ঠান বলা হয়।

 

Tags : 

  • ইংরেজি Business শব্দের প্রতিশব্দ কী?
  • ব্যবসায় কী?
  • ধরন অনুযায়ী ব্যবসায়কে কত ভাগে ভাগ করা যায়?
  • ব্যবসায়ের বৈশিষ্ট্য গুলো কি কি
  • আধুনিক ব্যবসা কত প্রকার
  • এক মালিকানা ব্যবসায় কি
  • ব্যবসায়ের উদ্দেশ্য আলোচনা কর
  • ব্যবসা কত প্রকার কি কি?
  • পাইকারি ব্যবসা বলতে কি বুঝ?
  • ব্যবসায় পরিবেশ কি
  • ব্যবসায় কি একটি পেশা
  • ব্যবসায়ের কার্যাবলী
  • ব্যবসায়ের অবস্থান বলতে কি বুঝায়
  • ব্যবসায়ের ধারণা উদাহরণ সহ ব্যাখ্যা
  • শুধু ব্যবসায়ের সংজ্ঞা
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments