HomeBiologyরক্তরস কি? রক্তরস এর কাজ কি?

রক্তরস কি? রক্তরস এর কাজ কি?

রক্তরস (বা প্লাজমা) হচ্ছে রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ। এতে পানির পরিমাণ ৯০-৯২% এবং দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ ৮-১০%। রক্তরসের কঠিন পদার্থ বিভিন্ন জৈব (৭-৮%) ও অজৈব (০.৯%) উপাদান নিয়ে গঠিত। তাছাড়া, কয়েক ধরনের গ্যাসও রক্তরসে পাওয়া যায়। রক্তরসের উপাদানগুলো হচ্ছে– (i) খাদ্যসার (গ্লুকোজ, অ্যামিনো এসিড, স্নেহপদার্থ, লবণ, ভিটামিন ইত্যাদি); (ii) গ্যাসীয় পদার্থ (O2, CO2, N2 প্রভৃতি); (iii) রেচন পদার্থ (ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি); (iv) বিভিন্ন ধরনের আয়ন (Na+, K+, Ca++, Cl-, HCO3-, HPO4- ইত্যাদি); (v) রক্ত আমিষ (ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন ও গ্লোবিউলিন); (vi) প্রতিরক্ষামূলক দ্রব্য (অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন প্রভৃতি); (vii) অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোন; এবং (viii) কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন, বিলিভারডিন ইত্যাদি নানা ধরনের যৌগ।

 

রক্তরসের কাজ (Functions of Blood plasma)

রক্তরসের দুটি প্রধান কাজ নিচে উল্লেখ করা হলো–

i. রক্তরস দেহের বিভিন্ন অংশে অক্সিজেন, খাদ্যসার, হরমোন ইত্যাদি পরিবহন করে।

ii. দেহের বিভিন্ন অংশ থেকে ক্ষতিকর পদার্থ যেমন– কার্বন ডাই-অক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি বহন করে বিভিন্ন রেচন অঙ্গের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়।

 

আরো পড়ুনঃ-

১। নেফ্রন (Nephron) কি? নেফ্রন মানবদেহে কীভাবে কাজ করে?

২। বৃক্ক কি? বৃক্কের গঠন ও কাজ। What is Kidney in Bengali?

৩। ডায়ালাইসিস কাকে বলে? ডায়ালাইসিস কত প্রকার? (Dialysis in Bengali)

৪। বৃক্ক বিকল কাকে বলে? তাৎক্ষনিক বৃক্ক বিকল-এর লক্ষণগুলো কি?

৫। নিউরন এবং নেফ্রনের মধ্যে বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।

৬। অন্তঃক্ষরা গ্রন্থি কি? মানবদেহে মোট কতটি অন্তঃক্ষরা গ্রন্থি আছে?

৭। এনজিওপ্লাস্টি (Angioplasty) কাকে বলে? এনজিওপ্লাস্টির প্রকারভেদ, উপকারিতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments