HomeChemistryরাবার কি? রাবার কি দিয়ে তৈরি হয়?

রাবার কি? রাবার কি দিয়ে তৈরি হয়?

রাবার এক ধরনের হাইড্রোকার্বন পলিমার। রাবার বৃক্ষের রসকে রাবার ল্যাটেক্স বলে। এই ল্যাটেক্স তঞ্চন করে প্রাকৃতিক রাবার পাওয়া যায়। এই ল্যাটেক্স রাবার ইমালসন অবস্থায় প্রলম্বিত থাকে। এই ল্যাটেক্স-এ পানি ও এসিটিক এসিড যোগ করলে তঞ্চনের ফলে রাবার অধঃক্ষিপ্ত হয়। জমানো অবস্থায় রোলের দ্বারা প্রয়োজনীয় আকার দিয়ে শুকানো হয়। পরে ধূম ঘরে ৭২ ঘন্টা অগ্নিতাপে রেখে RSS (Ribbed Smoke Sheet) তৈরী করা হয়। এই RSS হচ্ছে রাবার শিল্পের কাঁচামাল।

 

রাবারের ভৌত ধর্ম

১. রাবার সাদা বা হালকা বাদামি বর্ণের হয়।

২. এটি একটি স্থিতিস্থাপক পদার্থ।

৩. রাবার সাধারণত পানিতে অদ্রবণীয়।

৪. বেশির ভাগ রাবার তাপে গলে যায়।

৫. রাবার বিদ্যুৎ ও তাপ অপরিবাহী।

 

রাবারের রাসায়নিক ধর্ম

১. রাবার দুর্বল ক্ষার, এসিড, পানি ইত্যাদির সাথে বিক্রিয়া করে না। এজন্য একে প্রলেপ দেওয়ার কাজে ব্যবহার করা হয়।

২. তাপে প্রায় সব পদার্থের আয়তন বাড়লেও রাবারের আয়তন কমে।

৩. রাবারকে দীর্ঘদিন রেখে দিলে তা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। ফলে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।

 

রাবারের ব্যবহার

বেলুন দ্রব্যাদি, অস্ত্রোপচারের দস্তানা প্রস্তুতিতে ব্যবহার করা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments