HomeUncategorizedসবুজ সার কাকে বলে? সবুজ সারের উপকারিতা

সবুজ সার কাকে বলে? সবুজ সারের উপকারিতা

জমিতে যেকোনো সবুজ উদ্ভিদ জন্মিয়ে কচি অবস্থায় জমি চাষ করে মাটির নিচে ফেলে পচিয়ে যে সার প্রস্তুত করা হয় তাকে সবুজ সার বলে। সবুজ সার এক ধরনের জৈব সার। ধইঞ্চা, গোমটর, বরবটি, শণ, কলাই এসব ফসল দ্বারা সবুজ সার তৈরি করা যায়। সবুজ সার যেখানে তৈরি করা হয় সেখানে ব্যবহৃত হয়।

সবুজ সার মাটির জৈব পদার্থ বৃদ্ধি ছাড়াও মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। সবুজ উদ্ভিদ বিয়োজিত হয়ে আঠালো বস্তু হিউমাসে পরিণত হয়। এ হিউমাস মাটির কণাসমূহকে আঠার মতো আটকিয়ে রাখে। ফলে মাটিতে সূক্ষ্ম রন্ধ্রপরিসরের সৃষ্টি হয়। এতে মাটির পানি ধারণ ক্ষমতা ও বায়ুচলাচল ক্ষমতা বৃদ্ধি পায়, যা দোআঁশ মাটির বৈশিষ্ট্য।

 

সবুজ সারের উপকারিতা

নিচে সবুজ সারের উপকারিতা তুলে ধরা হলো–

১। সবুজ সার মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং উৎপাদন শক্তি বাড়ায়।

২। সবুজ সার মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ যোগ করে।

৩। সবুজ সার মাটিতে নাইট্রোজেন বাড়ায়।

৪। সবুজ সার প্রয়োগের ফলে মাটিস্থ অণুজীবগুলো ক্রিয়াশীল হয়।

৫। মাটির জৈবিক পরিবেশ উন্নত করে।

৬। সবুজ সার মাটিস্থ পুষ্টি উপাদান সংরক্ষণ করে।

৭। সবুজ সার মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি করে।

 

Tags :

সবুজ সার কেন ব্যবহার করা উচিত?; সবুজ সার কিভাবে তৈরি করে?; সবুজ সারের নাম; সবুজ সার ফসল কোনগুলো?; সবুজ সার ফসল কাকে বলে?; জৈব সার; জীবাণু সার কি?; জৈব সার কোম্পানি; জৈব সার উৎপাদন; অতিরিক্ত রাসায়নিক সার জমির জন্য ক্ষতিকর কেন?; জৈব সার কোথায় পাওয়া যায়?; সবুজ সারের উপকারিতা; একটি জৈব সারের নাম; অজৈব সারের উদাহরণ;

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments