HomeUncategorizedসমযোজী যৌগ কাকে বলে? সমযোজী যৌগের বৈশিষ্ট্য কি কি?

সমযোজী যৌগ কাকে বলে? সমযোজী যৌগের বৈশিষ্ট্য কি কি?

সমযোজী যৌগ কাকে বলে? (What is called Covalent compounds?)

দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় (প্রতিটি পরমাণু থেকে আগত সম সংখ্যক ইলেকট্রন দিয়ে গঠিত) সমভাবে ব্যবহারের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন গঠিত হয়, তাকে সমযোজী বন্ধন বা যৌগ বলে। সমযোজী বন্ধন তৈরিতে দুইটি পরমাণু পরস্পরের ইলেকট্রন শেয়ার করে।

 

সমযোজী যৌগের বৈশিষ্ট্য (Characteristics of covalent compound)

সমযোজী যৌগের বৈশিষ্ট্য নিম্নরূপঃ

  • সমযোজী যৌগ সাধারণত নিম্ন গলনাংক ও স্ফুটনাংক বিশিষ্ট হয়।
  • সমযোজী যৌগসমূহ সাধারণত বিদ্যুৎ অপরিবাহী হয়।
  • সমযোজী যৌগসমূহ সাধারণত পানিতে দ্রবীভূত হয় না।
  • সমযোজী যৌগ অপোলার দ্রাবক যেমনঃ বেনজিন, ইথার ইত্যাদিতে দ্রবণীয়।
  • সমযোজী যৌগে সমযোজী বন্ধন বিদ্যমান থাকে।
  • সমযোজী যৌগের অনুসমূহের মধ্যে দুর্বল ভ্যানডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান থাকে।
  • ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়।

 

আয়নিক যৌগ ও সমযোজী যৌগের পার্থক্য কি? (What is difference between ionic compounds and covalent compounds?)

আয়নিক যৌগ ও সমযোজী যৌগের পার্থক্য নিচে তুলে ধরা হলো–

আয়নিক যৌগ

  • সাধারণ তাপমাত্রায় এরা বেশিরভাগই কঠিন ও কেলাসিত।
  • পোলারিটি প্রদর্শন করে যার ফলে এগুলো পোলার প্রকৃতির হয়ে থাকে।
  • পানিতে দ্রবীভূত বা গলিত অবস্থায় আয়নে বিয়োজিত হয় এবং তড়িৎ পরিবহন করে।
  • সাধারণ তাপমাত্রায় উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট। যেমন– NaCl এর গলনাঙ্ক 801°C এবং স্ফুটনাঙ্ক 1465°C।
  • আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়।
  • এদের রাসায়নিক বিক্রিয়া খুবই দ্রুত গতিতে ঘটে।

সমযোজী যৌগ

  • সাধারণ তাপমাত্রায় এরা বেশিরভাগই গ্যাসীয় ও তরল।
  • সাধারণত পোলারিটি প্রদর্শন করে না যার ফলে এগুলো ননপোলার প্রকৃতির হয়ে থাকে।
  • পানিতে দ্রবীভূত বা গলিত অবস্থায় আয়নে বিয়োজিত হয় না এবং তড়িৎ পরিবহনও করে না।
  • এগুলো সাধারণ তাপমাত্রায় নিম্ন গলনাঙ্ক ও নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। যেমন– CCl4 এর গলনাঙ্ক -23°C এবং স্ফুটনাঙ্ক 77°C।
  • সমযোজী যৌগসমূহ পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়।
  • এদের রাসায়নিক বিক্রিয়া ধীর গতিতে ঘটে।

 

এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–

১। সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন?

উত্তর : সমযোজী যৌগগুলি সাধারণত অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়।

ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ গঠিত হওয়ায়, সমযোজী যৌগের অণুতে কোন ধনাত্মক-ঋণাত্মক আধানের সৃষ্টি হয় না।

এজন্য সমযোজী যৌগগুলি সাধারণত অপোলার হয়। সমযোজী যৌগগুলি অপোলার হওয়ায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না।

যেমন কার্বনের বেশিরভাগ যৌগ ইলেকট্রন শেয়ার করে সমযোজী যৌগ সৃষ্টি করে। তাই কার্বনের যৌগ সমূহের ক্ষেত্রে দেখা যায় এরা তড়িৎ পরিবহন করে না। যেমনঃ মিথেন অণুটি কার্বন ও হাইড্রোজেন অধাতুর পরমাণুসমূহ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। অণুটিতে ধনাত্মক ও ঋণাত্মক আধান গঠিত না হওয়ায় মিথেন অনুটি বিদ্যুৎ পরিবহন করে না।

২। অপোলার সমযোজী যৌগ কাকে বলে?

উত্তর : যে সকল সমযোজী যৌগের বন্ধনে অংশগ্রহণকারী মৌল সমূহের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম তাদেরকে অপোলার সমযোজী যৌগ বলে।

৩। বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

উত্তর : সমযোজী যৌগ গঠনের সময় কোনো পরমাণুর যত জোড়া ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বন্ধন জোড় ইলেকট্রন (Bonding pair electron) বলে।

 

Tags :

সমযোজী যৌগ চেনার উপায় কি?; সমযোজী যৌগের উদাহরণ; আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য কি?; পোলার সমযোজী যৌগ কাকে বলে?; তড়িৎযোজী যৌগ কাকে বলে?; সমযোজী যৌগ english; সমযোজী যৌগের ধর্ম কি কি?; সমযোজী কাকে বলে?; সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য কী কী?; সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয় কেন?; কেন্দ্রীয় পরমাণু কাকে বলে?; কঠিন সমযোজী যৌগ উদাহরণ; সমযোজী যৌগ কি কি?; CH4 এর সমযোজী বন্ধন; সমযোজী বন্ধন গঠনের শর্ত কি কি?; একটি তরল সমযোজী যৌগের নাম কী?; সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখ; পোলার সমযোজী যৌগ কাকে বলে?; সমযোজী যৌগ বিদ্যুৎ অপরিবাহী কেন?; আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় কিন্তু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না কেন?; সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয় কেন?; সমযোজী দ্বিবন্ধন যুক্ত যৌগ কোনটি?; সমযোজী যৌগ নয় কোনটি?; পোলার সমযোজী যৌগ কোনটি?; কঠিন সমযোজী যৌগ কোনটি?; বিশুদ্ধ সমযোজী যৌগ কোনটি?;

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments