HomeComputerহার্ডডিস্ক কি? হার্ডডিস্ক কত প্রকার ও কি কি?

হার্ডডিস্ক কি? হার্ডডিস্ক কত প্রকার ও কি কি?

হার্ডডিস্ক কি? (What is a Harddick in Bengali/Bangla?)

হার্ডডিস্ক হচ্ছে পাতলা গােলাকার ধাতব পাতের তৈরি একটি স্থায়ী এবং সেকেন্ডারি মেমোরি। ধাতব পাতের উভয়পৃষ্ঠে চুম্বকীয় পদার্থের প্রলেপ থাকে। এজন্য এ ডিস্ককে চুম্বকীয় ডিস্ক (Magnetic Disk) ও বলা হয়। ডিস্কের গােলাকার ধাতব পাতগুলাে দেখতে গ্রামােফোন রেকর্ডের মতো। গোলাকার ধাতব পাতগুলাে একটির উপরে একটি স্তরে বসানাে থাকে। পাতগুলাের পৃষ্ঠে অনেকগুলাে এককেন্দ্রিক বৃত্তে ডেটা সংরক্ষণ করা হয়। এসব বৃত্তকে ট্রাক (Track) বলা হয়। প্রতিটি বৃত্তকে কয়েকটি সমান ভাগে ভাগ করা হয়। এরূপ এক একটি ভাগকে সেক্টর (Sector) বলা হয়। প্রতিটি সেক্টরের ধারণক্ষমতা 512 বাইট। পাতগুলাের মাঝখানে আধাইঞ্চির মতাে ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা জায়গায় একটি দন্ড (Shaft) থাকে। এই দন্ডের সাহায্যে পাতগুলাে একটির উপর আর একটি বসানাে থাকে এবং সেই দন্ডের সাহায্যে কাজের সময় পাতগুলাে প্রতি মিনিটে ৭২০০ বা আরও বেশি বার আবর্তিত হয়। হার্ডডিস্কের ধারণক্ষমতা নির্ণয় করা হয় সাধারণত গিগাবাইট, টেরাবাইট ইত্যাদি এককে। সাধারণত বাজারে 20GB থেকে 500GB ধারণক্ষমতাসম্পন্ন হার্ডডিস্ক প্রচলিত আছে। 8TB ধারণ ক্ষমতাসম্পন্ন হার্ডডিস্ক এখন বাজারে পাওয়া যায়।  Seagate, Toshiba বিশ্বের শীর্ষস্থানীয় হার্ডডিস্ক ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠান।

হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও বেশি ব্যবহৃত স্টোরেজ ডিভাইস। হার্ডডিস্কে রাখা তথ্যসমূহ সহজে নষ্ট হয় না। এজন্য প্রয়ােজনীয় সকল প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হার্ডডিস্কে রাখা হয়। হার্ডডিস্ক নষ্ট হওয়া বা মােছনীয় কোন কমান্ড ছাড়া এখানকার তথ্যসমূহ নষ্ট হয় না। তবে ভাইরাসের আক্রমণে তথ্য নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাইরাস থেকে সতর্ক থাকলে হার্ডডিস্কের তথ্য হারাবার ভয় থাকে না। হার্ডডিস্ক অধিক ধারণক্ষম বিধায় এখানে অনেক তথ্য সংরক্ষণ করা যায়। হার্ডডিস্ক ব্যবহারের জন্যে আলাদা ড্রাইভের প্রয়ােজন হয় না। ডিস্ক এবং ড্রাইভ একসাথেই সংযােজিত থাকে। এক্ষেত্রে একাধিক ডিস্ক একসঙ্গে পর পর রেখে লিখন ও পঠনের কার্যাবলি সম্পাদন করা হয়। কেসিং-এর মধ্যে কয়েকটি স্কু দ্বারা এটি স্থাপন করা হয় বিধায় ফ্লপিডিস্কের ন্যায় একে সহজে এক স্থান থেকে অন্য সরানো যায় না। ফ্লপিডিস্কের তুলনায় হার্ডডিস্ক অনেক দ্রুতগতিতে কাজ করে। হার্ডডিস্কের ধারণক্ষমতা নির্ণয় করা হয় মেগাবাইট, গিগাবাইট ইত্যাদি এককে।

 

হার্ডডিস্ক কত প্রকার ও কি কি? (How Many Types of hard disk)

কম্পিউটারের হার্ডডিস্ককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। এগুলাে হলাে:

১. আইডিই বা পাটা (IDE/PATA) হার্ড ডিস্ক ড্রাইভ

২. সাটা (SATA) হার্ড ডিস্ক ড্রাইভ

৩. স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ

৪. সাস (SAS) হার্ড ডিস্ক ড্রাইভ

 

হার্ড ডিস্কের সুবিধা (Advantages of hard disk)

  • হার্ডডিস্কের ধারণক্ষমতা বেশি।
  • এটা সুরক্ষিত থাকে ফলে ধুলাবালি সহজে প্রবেশ করতে পারে না।
  • হার্ডডিস্কের স্থায়ীত্বকাল ফ্লপি ডিস্ক থেকে বেশি।
  • হার্ডডিস্ক একটি দ্রুতগতি সম্পন্ন তথ্য সংরক্ষণ মাধ্যম।
  • হার্ডডিস্ক অধিক মজবুত ও টেকসই।
  • এটি সামান্য তাপ ও আর্দ্রতায় নষ্ট হয় না।
  • হার্ডডিস্কে প্রচুর তথ্য সংরক্ষণ করে রাখা যায়।
  • হার্ডডিস্ক এর নিরাপত্তা বেশি।

 

হার্ডডিস্কের অসুবিধা (Disadvantages of hard disk)

  • হার্ডডিস্কের দাম বেশি।
  • হার্ডডিস্ক একবার নষ্ট হলে আর মেরামত করা যায় না।
  • হার্ডডিস্কে রাখা ফাইলের নিরাপত্তা তুলনামূলকভাবে কম।
  • ভাইরাসে আক্রান্ত হলে নষ্ট হয়ে যায়।
  • ভারী বিধায় পরিবহনে অসুবিধা।
  • এটি সহজে ড্রাইভ থেকে খোলা যায় না।
  • অনেক ক্ষেত্রে হার্ডডিস্কের পরিচালনা করা কঠিন। তাই এটি অনেক সময় ফাইল মুছে দিতে পারে।
  • স্ক্রু দ্বারা এটি লাগানো থাকে বলে ফ্লপি ডিস্কের মত সহজে একস্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না।

 

হার্ড ডিস্ক ও ফ্লপি ডিস্ক এর মধ্যে পার্থক্য কি? (What is difference between Harddick and Floppy dick?)

হার্ড ডিস্ক ও ফ্লপি ডিস্ক এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ–

হার্ডডিস্ক (Harddick)

১. হার্ডডিস্ক অ্যালুমিনিয়াম পাতের উপরে ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে তৈরি করা হয়।

২. ধারণ ক্ষমতা অনেক বেশি। সাধারণত কয়েক গিগাবাইট হতে কয়েক টেরাবাইট পর্যন্ত।

৩. অ্যাকসেস টাইম কম।

৪. তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী এবং তথ্য সংরক্ষণ ক্ষেত্রে অধিক নির্ভরযোগ্য।

৫. ডিস্ক ও ড্রাইভ এক সাথে যুক্ত।

৬. একটু বড় আকারের ধাতব খোলসে আবদ্ধ থাকে।

৭. মূল্য খুব বেশি।

৮. ব্যবহার বেশি।

ফ্লপি ডিস্ক (Floppy dick)

১. ফ্লপি ডিস্ক পাতলা ও নমনীয় প্লাস্টিকের উপর ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে তৈরি করা হয়।

২. ধারণ ক্ষমতা খুবই কম। মাত্র ১.৪৪ মেগাবাইট।

৩. ফ্লপি ডিস্কের অ্যাকসেস টাইম বেশি।

৪. স্থায়িত্ব এবং নির্ভরযোগ্য হার্ড ডিস্কের তুলনায় কম।

৫. ডিস্ক ও ড্রাইভ আলাদা অংশ।

৬. ছোট আকারের এবং নমনীয় খোলসে ঢাকা থাকে।

৭. মূল্য অনেক কম।

৮. বর্তমানে ব্যবহার নেই।

 

External Hard Drives কী?

External Hard Drives হলো কম্পিউটার থেকে আলাদা একটি অতিরিক্ত Drive। এটি উচ্চ মেমোরি সম্পন্ন এবং অত্যন্ত হাল্কা। সহজে বহনযোগ্য বলে এর জনপ্রিয়তা অত্যন্ত বেশি। এর আকার সাধারণত ২.৫” হতে ৩.৫” হয়ে থাকে। অপরপক্ষে, ধারণক্ষমতা বিভিন্ন মেগাবাইটে হতে পারে এমনকি টেরাবাইটে হতে পারে। তথ্যের স্থায়ী Back-Up-এর জন্য এর ব্যবহার দিনে দিনে বেড়ে চলেছে। একটি External Hard Drive কয়েকটি কম্পিউটারের তথ্য সংরক্ষণ করতে পারে। USB পোর্টের মাধ্যমে External hard drive এর সাথে কম্পিউটারের সংযোগ দেয়া হয়ে থাকে। যেমন : পাওয়ার ব্যাংক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments