হাই লেভেল ল্যাংগুয়েজ কাকে বলে?
অ্যাসেম্বলি ভাষার পরবর্তী প্রজন্মের প্রোগ্রাম ভাষাকে হাই লেভেল ল্যাংগুয়েজ বা উচ্চতর ভাষা বলে। মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষার সীমাবদ্ধতা দূর করার জন্য হাই লেভেল ল্যাংগুয়েজের উদ্ভব হয়। বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাংগুয়েজ হলো সি++, জাভা, বেসিক, পাইথন ইত্যাদি। হাই লেভেল ভাষা মানুষ দ্রুত লিখতে, বুঝতে ও মনে রাখতে পারে। হাই লেভেল ল্যাংগুয়েজ ইংরেজি ভাষার মতোই।…