HomeComputerCloud Hosting কি? Cloud Hosting এর সুবিধা কি?

Cloud Hosting কি? Cloud Hosting এর সুবিধা কি?

আপনি যদি কোন Web Hosting কোম্পানীর ওয়েবসাইট ভিজিট করেন, তবে অবশ্যই Cloud Hosting এর নাম শুনেছেন। Shared, WordPress, VPS ও Dedicated হোস্টিংয়ের পাশাপাশি আরেকটি হোস্টিং রয়েছে, যার নাম Cloud Hosting। তো আজকে আমরা জানবো এই Cloud Hosting কি এবং এর সুবিধা কি?;

 

ক্লাউড হোস্টিং কি? (What is Cloud Hosting in Bengali/Bangla?)

ক্লাউড হোস্টিং এমন একটি হোস্টিং যা বিভিন্ন কম্পিউটারের সমন্বয়ে তৈরি একটি ক্লাস্টার্ড সার্ভার। এটি এমন একটি মডেল যা ভার্চুয়ালি ব্যবহার করার মাধ্যমে একটি ওয়েবসাইটের যাবতীয় সব রিসোর্স ভিন্ন ভিন্ন ফিজিক্যাল সার্ভারে সংরক্ষণ করে রাখা হয়। ফলে, একটি সার্ভার ডাউন থাকলে কিংবা ক্র্যাশ করলে, আরেকটি সার্ভার ওয়েবসাইটটিকে যাবতীয় তথ্য-উপাত্ত সাপ্লাই দিয়ে থাকে।

ক্লাউড হোস্টিং এর জন্যে একটি ক্লাউড কম্পিউটার থাকে যেখানে অন্যান্য সব কম্পিউটারের ডাটা সুচারুরূপে সংরক্ষণ করা হয়। এটি একটি ওয়েল ব্যালেন্সড্, হাইলি সিকিউরড্ ও পূর্ণাঙ্গ রিসোর্স সংবলিত সার্ভার। এক কথায়, ক্লাউড হোস্টিং হচ্ছে অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে তৈরি একটি নেটওয়ার্ক।

ক্লাউড হোস্টিং এর ইতিহাস (History of Cloud Hosting)

ক্লাউড হোস্টিং একটি অপেক্ষাকৃত নতুন পরিষেবা। সর্বপ্রথম 1990 সালে এটি শুরু হয়। প্রথম পাবলিক ক্লাউড পরিষেবা ছিল Salesforce.com, যা 1999 সালে চালু হয়েছিল।

 

ক্লাউড হোস্টিং কিভাবে কাজ করে?

ক্লাউড হোস্টিং যেভাবে কাজ করে তা বোঝার জন্যে গুগল সার্চকে উদাহরণ হিসেবে নেয়া যেতে পারে। আমরা যখন গুগলে কোন কিছু সার্চ দেই, সার্চ ইঞ্জিন অসংখ্য কম্পিউটারের নেটওয়ার্কে (ক্লাউড) ঢুকে সঠিক তথ্যটি নিয়ে আসে। ক্লাউড হওয়ায় এর জন্যে গুগলের সার্ভারে কোন রকম লোড পড়ে না।

 

ক্লাউড হোস্টিং এর সুবিধা (Advantages of Cloud Hosting)

  • যে কোন হোস্টিংই কোন না কোন কারণে ডাউন হয়ে যেতে পারে। কিন্তু ক্লাউড হোস্টিং কখনোই ডাউন হওয়ার সম্ভাবণা রাখে না।
  • ক্লাউড হোস্টিংয়ে ডাটা ডেলিভারি হয় অত্যন্ত দ্রততার সঙ্গে। ফলে, ক্লাউড হোস্টিংয়ে থাকা ওয়েবাসইটের স্পিড থাকে সুপার ফাস্ট।
  • ক্লাউড হোস্টিংয়ে যে কোন ধরণের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট হোস্ট করা যায় যা অন্যান্য হোস্টিং সার্ভিসে হোস্ট করা খুবই রিস্কি।
  • ক্লাউড হোস্টিংয়ে সিডিএন সুবিধা থাকায় এখানে থাকা ওয়েবসাইট ভিজিট করলে ভিজিটরের কাছে ডাটা চলে আসে সবচেয়ে কাছাকাছি থাকা হোস্টিং সার্ভার থেকে।
  • ক্লাউড হোস্টিং সার্ভারে থাকা ডাটা অ্যাক্সেস করা যায় পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কোন কম্পিউটার ব্যবহার করে।
  • ক্লাউড হোস্টিংয়ে থাকা ওয়েবসাইটের সিকিউরিটি নিয়ে বিন্দু মাত্র সংশয়ের অবকাশ থাকে না।

ক্লাউড হোস্টিং এর অসুবিধা (Disadvantages of Cloud Hosting)

  • এ হোস্টিং এর দাম নির্দিষ্ট না। অর্থাৎ যতটুকু ব্যবহার করবেন ততটুকু দাম দিতে হবে।
  • যে কোন মাসে বিল বেশি আসতে পারে।
  • Customisation limited.

 

আপনি যদি কোন ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট তৈরি করতে চান, তবে আপনার জন্যে সবচেয়ে ভাল হবে ক্লাউড হোস্টিং ব্যবহার করা। এমনকি, কোন সফটওয়্যার বা গেম রান করতে চাইলেও ব্যবহার করতে পারেন ক্লাউড হোস্টিং সার্ভিস।

 

পরিশেষে

ক্লাউড হোস্টিং সম্পর্কে বিস্তারিত জেনেছেন। আশা করি, বুঝতে পেরেছেন এটি কি, কিভাবে কাজ করে আর এর সুবিধাগুলো কি কি। ক্লাউড হোস্টিং নিয়ে আমার এই ছোট্ট লেখাটি যদি ভাল লাগে, তো শেয়ার করে অন্যদেরও ক্লাউড হোস্টিং সম্পর্কে জানার সুযোগ করে দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments