আমরা বিভিন্ন Sentence এ বিভিন্ন ধরনের Subject দেখতে পাই। বিভিন্ন ধরনের এই Subject (কর্তা) কে Person বলে।
Person এর প্রকারভেদ
Person তিন প্রকার। যথা :
- First person (উত্তম পুরুষ)
- Second person (মধ্যম পুরুষ) এবং
- Third person (নাম পুরুষ)
1. First Person (উত্তম পুরুষ) : যিনি বা যারা কথা বলেন তাদেরকে First Person বলে। First Person হিসেবে ব্যবহৃত Subject গুলো হলোঃ I, We.
2. Second Person (মধ্যম পুরুষ) : যাকে বা যাদের উদ্দেশ্যে কোন কিছু বলা হয় তাকে Second person বলে। Second person হিসেবে ব্যবহৃত Subject হলো : You.
3. Third Person (নাম পুরুষ) : যার বা যা কিছু সম্পর্কে কোন কিছু বলা হয় বা আলোকপাত করা হয় তাকে Third Person বলে। এক কথায় First ও Second person ব্যতীত সকল Person কে Third Person বলে। Third person হিসেবে ব্যবহৃত Subject হলোঃ He, She, It, They ইত্যাদি।