HomeInternetWWW কি? এটি কিভাবে কাজ করে?

WWW কি? এটি কিভাবে কাজ করে?

ইন্টারনেট হল বিশ্বব্যাপী বিশাল তথ্যের ভান্ডার। ইন্টারনেটের সাহায্যে যেকোনো তথ্য বা ইনফরমেশন পাওয়া যায়। ইন্টারনেটের সর্বাধুনিক প্রযুক্তি হল WWW। আজকের এই পোস্টে আমরা জানবো WWW সম্পর্কে বিস্তারিত আলোচনা। চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক….।

 

WWW কি?

WWW এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web)। একে সংক্ষেপে শুধু ওয়েব নামে অভিহিত করা হয়।

ওয়েব বলতে আমরা বুঝি এটি একটি বৃহৎ সিস্টেম, যা অনেকগুলো সার্ভার (যা ওয়েব সার্ভার হিসেবে বিবেচিত হয়) সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।

ECRN (European Center for Nuclear Research) এর মাধ্যমে ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়েছে। পরবর্তীতে ১৯৯৩ সালে Mosaic নামক Web browser তৈরির পর হতে WWW এর বহুল ব্যবহার শুরু হয়। আর web browsing এ http (hyper text transfer protocol) ব্যবহৃত হয়। Web Browser এ ব্যবহৃত শব্দ সমূহ : http, URL, web page, home page, search, stop, refresh ইত্যাদি। ওয়েবে তথ্য মূলত সংরক্ষিত হয়ে থাকে পেজ (Page) বা পৃষ্ঠার আকারে। প্রতিটি পেজে শুধু তথ্যই থাকে না, বরং এখানে থেকে অন্য পেজে যাওয়ার জন্য থাকে বিশেষ ধরনের লিংক (Link)। ইন্টারনেট উপযোগী বিশেষ ধরনের লিংককে বলা হয় হাইপারলিংক (Hyperlink)। কেউ ওয়েবে যখন একটি পৃষ্ঠা পড়তে থাকবে তখন হাইপারলিংক ব্যবহার করে খুব সহজেই এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় চলাচল করতে পারবে।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক টিম বার্নাস-লি।

 

WWW কীভাবে কাজ করে?

ওয়েব যেভাবে কাজ করে : ওয়েব পৃষ্ঠা দেখার প্রক্রিয়া সাধারণত কোন ব্রাউজারে ইউআরএল টাইপ করা বা কোন পাতা হতে হাইপারলিঙ্ক অনুসরণের মাধ্যমে শুরু হয়ে থাকে। এরপর ওয়েব ব্রাউজার যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ধারাবাহিকভাবে কিছু বার্তা প্রদান শুরু করে। এর ফলশ্রুতিতে পরিশেষে পাতাটি দেখার উপযোগী হয়ে ওঠে।

প্রথমেই ইউআরএল এর সার্ভার নামের অংশটি আইপি এ্যাড্রেস ধারণ করে। এজন্য এটি একটি বিশ্বজনীন ইণ্টারনেট ডাটাবেস বা তথ্যভাণ্ডার ব্যবহার করে যা ডোমেইন নেম সিস্টেম নামে পরিচিত। এই আইপি ঠিকানাটি ওয়েব সার্ভারে ডাটা প্যাকেট প্রেরণের জন্য জরুরী।

এরপর ব্রাউজার নির্দিষ্ট ঠিকানাটিকে একটি এইচটিটিপির আবেদন জানায় ওয়েব সার্ভারের কাছে। সাধারণ কোন ওয়েব পৃষ্ঠার বেলায়, পাতাটির এইচটিএমএল লেখার জন্য শুরুতে আবেদন জানানো হয়। এরপর ওয়েব ব্রাউজারটি ছবিসহ অন্যন্য প্রয়োজনীয় ফাইলের জন্য আবেদন পৌছে দেয়।

ওয়েব সার্ভার থেকে আবেদনকৃত ফাইলসমূহ পাবার পর ওয়েব ব্রাউজারটি এইচটিএমএল, সিএসএস ও অন্যান্য ওয়েব ল্যাঙ্গুয়েজ অনুযায়ী পাতাটিকে স্ক্রিনে সাজিয়ে ফেলে। অধিকাংশ ওয়েব পাতাগুলোতে নিজস্ব হাইপারলিঙ্ক থাকে যাতে সংশ্লিষ্ট অন্যন্য পাতা এবং ডাউনলোডসহ অন্যন্য প্রয়োজনীয় লক্ষ্য উল্লেখিত থাকে। এই প্রয়োজনীয় ও পরস্পর সংযুক্ত হাইপারলিঙ্কগুলোর সমুষ্টিই ওয়েব নামে পরিচিত।

 

Tags :

  • Www এর কাজ কি
  • ওয়েব কি
  • World wide web এর বাংলা অর্থ কি
  • ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক কে
  • ওয়েবসাইট কি
  • ইন্টারনেট কি
  • Www মানে কি
  • ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর কাজ কি
  • ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কোথায় অবস্থিত
  • ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কোন তিনটি প্রোটোকল ব্যবহার করে
  • ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কবে চালু হয়?
  • Worldwide web তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয়
  • Wwwজনক কে?
  • Www এবং HTTP এর মধ্যে সম্পর্ক কি?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments