ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে? ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা ও অসুবিধা কি?

 

আসসালামু আলাইকুম, আজকে আমরা আলোচনা করবো ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে। এ পোস্টটি পড়ে ডাইনামিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা জানতে পারবেন।

যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট (Dynamic website) বলে। ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্যে HTML ভাষার সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- পিএইচপি (PHP) বা এএসপি (ASP) ভাষা এবং এর সাথে ডেটাবেজ প্রয়োজন।

 

ডাইনামিক ওয়েবসাইট-এর বৈশিষ্ট্য (Characteristics of Dynamic website)

  • পরিবর্তনশীল তথ্য বা ইন্টারঅ্যাকটিভ ওয়েবপেজ থাকে।
  • রানটাইমের সময় পেইজের ডিজাইন বা কনটেন্ট পরিবর্তন হতে পারে।
  • ডেটাবেজ ব্যবহৃত হয় ফলে কুয়েরি করে তথ্য বের করার সুযোগ থাকে।
  • সময় ব্যবহারকারী তথ্য প্রদান বা তথ্য আপডেট করতে পারে।

 

ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা (Advantages of Dynamic website)

  • ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেইজ এর কনটেন্ট পরিবর্তন হতে পারে।
  • তথ্য বা বিষয়বস্তু আপডেট খুব দ্রুত করা যায়।
  • নির্ধারিত ব্যবহারকারিদের জন্য নির্ধারিত পেইজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়।
  • ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে।
  • অনেক বেশী তথ্য বহুল হতে পারে।
  • আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ লে-আউট তৈরি করা যায়।

 

ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা (Disadvantages of Dynamic website)

  • ডেটাবেজ ব্যবহৃত হয় ফলে ব্যবহারকারীর ব্রাউজারে লোড হতে বেশি সময় নেয়।
  • ডেভেলপ ও কন্ট্রোল করা তুলনামূলক জটিল।
  • খরচ বেশি।

Leave a Comment