ডিজিটাল ব্যালেন্স (Digital Balance) কাকে বলে?

রসায়ন ল্যাবরেটরিতে বস্তুর ওজন পরিমাপ করার জন্য ডিজিটাল পর্দা সম্বলিত যেসব ইলেকট্রনিক ব্যালেন্স ব্যবহার করা হয় তাদেরকে ডিজিটাল ব্যালেন্স (Digital Balance) বলে। ডিজিটাল ব্যালেন্সের ডিজিটাল পর্দায় বস্তুর ওজন ভেসে উঠে। রসায়ন ল্যাবরেটরিতে দুই ধরনের ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়। 2-ডিজিট ব্যালেন্স ও 4-ডিজিট ব্যালেন্স।

 

 

ডিজিটাল ব্যালেন্স ( 2 ডিজিট ও 4 ডিজিট) এর ব্যবহার

 

রসায়ন ল্যাবরেটরিতে ভর মাপার জন্য বিভিন্ন ডিজিটের ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়। যেমন, 2-ডিজিট, 3-ডিজিট, 4-ডিজিট প্রভৃতি। কারিকুলামে 2-ডিজিট (0.01g) এবং 4-ডিজিট (0.0001g) ডিজিটাল ব্যালেন্স অন্তর্ভূক্ত হয়েছে। সাধারণ পরিমাপের জন্য 2-ডিজিটই যথেষ্ট, কিন্তু মিলিগ্রাম বা তার চেয়ে কম পরিমাপের জন্য 4-ডিজিট ডিজিটাল ব্যালেন্স প্রয়োজন হয়। 2-ডিজিট ব্যালেন্স দ্বারা 1 গ্রামের 100 ভাগের এক ভাগ এবং 4-ডিজিট ব্যালেন্স দ্বারা 1 গ্রামের 10 হাজার ভাগের এক ভাগ পর্যন্ত পরিমাপ করা যায়।

 

 

আরো পড়ুন-

 

১। বুনসেন বার্নার কি? What is Bunsen burner in Bengali?

 

২। ব্যুরেট কি? ব্যুরেট ব্যবহারের কৌশল। (Burette in Bengali)

 

৩। কনিক্যাল ফ্লাস্ক কি? কনিক্যাল ফ্লাস্ক ব্যবহারের কৌশল। (Conical Flask in Bengali)

 

৪। ফাস্ট এইড বক্স কি? What is First aid box in Bengali/Bangla?

 

৫। ফানেল কি? What is Funnel in Bengali?

 

 

Leave a Comment