কপিরাইট আইন কি? কপিরাইট আইন প্রয়োজন কেন?

 

কপিরাইট (Copyright) একটি ইংরেজী শব্দ। কপিরাইট শব্দের বাংলা প্রতিশব্দ গ্রন্থস্বত্ব বা লেখস্বত্ব। একজন লেখকের রচিত পুস্তক বা গ্রন্থের ওপর তার মুদ্রণ, পুন:মুদ্রণ ও প্রকাশের অধিকারকেই বলা হয় কপিরাইট। কপিরাইট আইন একটি একচেটিয়া, বৈধ ও নিশ্চিত অধিকার, যা একজনের বুদ্ধিবৃত্তিক বা মস্তিস্কজাত সৃষ্টিকে নকল বা পাইরেসি (Piracy) বা অন্যায় অনুসরণ হতে অন্য কাউকে বিরত রাখে। কপিরাইটের মাধ্যমে সাহিত্য, শিল্পকর্ম ও অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীকে তার সৃষ্ট মেধাসম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা হয়। গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা, জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্যকলা, কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। কম্পিউটার সফটওয়্যারও কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। কপিরাইট আইনের কারণেই কোন নির্মাতা, শিল্পী, প্রােগ্রামার কিংবা লেখক তাদের মেধার সঠিক মূল্যায়ন পেয়ে থাকেন। আর কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে।

 

কপিরাইট আইন কেন প্রয়োজন?

কপিরাইট আইন কোন সৃজনশীল কাজের ব্যক্তিকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার সৃষ্টকর্মের ওপর মালিকানা বা স্বত্বাধিকার দেয়। ফলে, কোনো সৃষ্টকর্মের বাণিজ্যিক মূল্য থাকলে সেটি যে তৈরি করে সে পান, অন্য কেউ পায় না। যেহেতু প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, সেহেতু কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা, সফটওয়্যার নির্মাতা, ওয়েবসাইট ডিজাইনকারী সবারই অর্থের প্রয়োজন। তারা তাদের সৃজনশীল কাজ সৃষ্টির জন্য পরিশ্রম, মেধা এবং কখনো কখনো টাকা খরচ করেন। কাজেই, সৃষ্টকর্ম বিক্রি বা বিনিময়ের মাধ্যমে তাঁকে তার বিনিয়োগের সুফল তুলতে দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই। কপিরাইট আইনের আওতায় পাওয়া আইনগত অধিকার তাদের সেই সুবিধাই দেয়। যদি কোনো শিল্পী বা প্রোগ্রামার দেখতে পান যে, তার দীর্ঘদিনের শ্রম ও মেধার ফসল অন্যরা কোনোরূপ স্বীকৃতি বা বিনিময় মূল্য (প্রযোজ্য ক্ষেত্রে) ছাড়া উপভোগ বা ব্যবহার করছে তাহলে তিনি নিরুৎসাহিত হয়ে পড়েন। কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের এই নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে।

 

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। কোন আইন দ্বারা সৃজনশীল কাজের মেধাসত্ব সংরক্ষিত হয়?

ক) ফৌজদারি

খ) দেওয়ানি

গ) কপিরাইট

ঘ) কপিলেফট

সঠিক উত্তর : গ

২। কোনটি ব্যবহার করে খুব সহজে কোনো কিছুর কপি তৈরি করা যায়?

ক) সার্চ ইঞ্জিন

খ) কম্পিউটার

গ) ক্যালকুলেটর

ঘ) পেনড্রাইভ

সঠিক উত্তর : খ

৩। নিচের কোনটি সৃষ্টিকর্মের উপর স্বত্ত্বাধিকার দেয়?

ক) ই-কমার্স

খ) সফটওয়্যার পাইরেসি

গ) কপিরাইট আইন

ঘ) মেধাসত্ব সংরক্ষণ

সঠিক উত্তর : গ

৪। নিচের কোনটি সৃজনশীল কর্মীদের নিরুৎসাহিত করা থেকে রক্ষা করে?

ক) ই-কমার্স

খ) সফটওয়্যার পাইরেসি

গ) কপিরাইট আইন

ঘ) মেধাসত্ব সংরক্ষণ

সঠিক উত্তর : গ

৫। কপিরাইট আইন–

i. সৃষ্ট কর্মের মালিকানা নিশ্চিত করে

ii. এর আওতায় চলচ্চিত্র নির্মাতা পড়ে না

iii. সৃজনশীল কাজের বাণিজ্যিক সুবিধা প্রাপ্তি নিশ্চিত করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর : গ

৬। কপিরাইট আইনের সুবিধা পান–

i. সাহিত্যিক

ii. সফটওয়্যার নির্মাতা

iii. ওয়েবসাইট ডিজাইনার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

Leave a Comment