প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সপ্তম শ্রেণি)

প্রশ্ন-১. কত সালে ভার্চুয়াল অফিস সম্পর্কে প্রথম আলোচনা করা হয়?

উত্তর : ১৯৮৩।

প্রশ্ন-২. ভার্চুয়াল অফিসের কার্যক্রম শুরু হয় কত সালে?

উত্তর : ১৯৯৪।

প্রশ্ন-৩. জিপিএস (GPS) কি?

উত্তর : জিপিএস এর পূর্ণরূপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। পৃথিবীর যেকোনো জায়গার অবস্থান নির্ণয়ের মাধ্যম হলো জিপিএস (GPS)।

প্রশ্ন-৪. ই-বুক রিডার (E-book Reader) কি?

উত্তর : ই-বুক পড়তে যে সফটওয়্যার ব্যবহৃত হয় তাই হলো ই-বুক রিডার (E-book Reader)।

প্রশ্ন-৫. ফেসবুক কি?

উত্তর : ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট।

প্রশ্ন-৬. স্ট্যাটাস কাকে বলে?

উত্তর : ফেসবুকের প্রোফাইলে, বন্ধুদের সাথে মনের ভাব প্রকাশ করতে ব্যবহৃত তথ্য স্ট্যাটাস বলে।

প্রশ্ন-৭. যোগাযোগে কোন প্রযুক্তিটি বেশি ব্যবহার করা হয়?

উত্তর : যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন প্রযুক্তিটি বেশি ব্যবহার করা হয়।

প্রশ্ন-৮. মোবাইল ফোনের সাহায্যে কী কী কাজ করা যায়?

উত্তর : মোবাইল ফোনের সাহায্যে লেখাপড়া, গান শোনা, সিনেমা দেখা ইত্যাদি কাজ করা যায়।

প্রশ্ন-৯. কাগজবিহীন অফিস কাকে বলে?

উত্তর : অফিসের একটি নির্দিষ্ট নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলোর মধ্যে প্রয়োজনীয় কাজ লিখিত আকারে পাঠানোর মাধ্যমে যে অফিস তৈরি হয় তাকে কাগজবিহীন অফিস বলে।

Leave a Comment