পড়ন্ত বস্তুর সূত্রগুলো কী কী? ।। What is law of falling bodies?

অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত ভারী বা হালকা যে রকমই বস্তু হোক না কেন তারা একই উচ্চতা হতে একই সময়ে ভূ-পৃষ্ঠে পতিত হয়। সপ্তদশ শতাব্দীতে ইটালির বিজ্ঞানী গ্যালিলিও একটি উঁচু স্থান হতে ভারী ও হালকা বস্তু ফেলে দিয়ে প্রমাণ করেন তারা একই সময়ে মাটিতে পড়ে। পরবর্তীতে নিউটন তাঁর বিখ্যাত গিনি ও পালক পরীক্ষার সাহায্যে পড়ন্ত সূত্রের সত্যতা পরীক্ষা করেন। পড়ন্ত বস্তুর সূত্রগুলো নিচে তুলে ধরা হলো–

  • প্রথম সূত্র : স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে।
  • দ্বিতীয় সূত্র : স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে (t) প্রাপ্ত বেগ (v) ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ v ∝ t।
  • তৃতীয় সূত্র : স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে, তা ঐ সময়ের (t) বর্গের সমানুপাতিক। অর্থাৎ h ∝ t2।

 

Tags :

  • পড়ন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করেন?
  • পড়ন্ত বস্তুর সূত্র কয়টি ও কি কি
  • পড়ন্ত বস্তুর গ্যালিলিওর সূত্র যাচাই ব্যবহারিক
  • পড়ন্ত বস্তুর লেখচিত্র
  • পড়ন্ত বস্তুর সূত্র পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন কে
  • পড়ন্ত বস্তুর অংক
  • পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার হয় কত সালে
  • পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক
  • পড়ন্ত বস্তুর সূত্র প্রতিপাদন

Leave a Comment