কো এক্সিয়াল ক্যাবল কি? কো এক্সিয়াল ক্যাবলের সুবিধা ও অসুবিধা কি?

কো-এক্সিয়াল হলো এমন এক ধরনের ক্যাবল যার কেন্দ্র দিয়ে থাকে একটি সলিড (Solid) কপার তার এবং তারকে ঘিরে জড়ানাে থাকে অপরিবাহী প্লাস্টিকের ফোমের ইনসুলেশন। এ ইনসুলেশনের উপর আরেকটি পরিবাহী তার প্যাঁচানো থাকে বা তারের জালি বিছানাে থাকে। এই তার বা জালি বাইরের বৈদ্যুতিক ব্যতিচার থেকে ভেতরের সলিড কপারকে রক্ষা করে, ফলে ডেটা বা সিগন্যাল সুন্দরভাবে চলাচল করতে পারে। আবার বাইরের পরিবাহককে প্লাস্টিক জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয়। এ ক্যাবল ব্যবহার করে ১ কি.মি. পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডেটা প্রেরণ করা যায়। তবে ডেটা ট্রান্সফার রেট তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা ট্রান্সফার রেট 200 Mbps পর্যন্ত হতে পারে এবং ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম।

 

কো এক্সিয়াল ক্যাবল এর প্রকারভেদ

কো-এক্সিয়াল ক্যাবল দু’প্রকার। যথা–

(১) থিননেট (Thinnet) এবং

(২) থিকনেট (Thicknet)।

১. থিননেট (Thinnet) : এ ক্যাবলের ব্যাস ০.২৫ ইঞ্চি এবং রিপিটার ছাড়া ১৮৫ মিটার পর্যন্ত ডেটা পাঠাতে পারে। একে 10 base 2 বলা হয়। এখানে ১০ হল ব্যান্ডউইথ (10 Mbps) এবং ২ ক্যাবলের দৈর্ঘ্য (২০০ মিটার)।

২. থিকনেট (Thicknet) : রিপিটার ছাড়া ৫০০ মিটার পর্যন্ত দূরত্বে ডেটা ট্রান্সফার করতে পারে। একে 10 base 5 বলা হয়। এক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 100 Mbps হতে 2 Gbps পর্যন্ত হতে পারে।

 

কো-এক্সিয়াল ক্যাবলের বৈশিষ্ট্য

• সহজে স্থাপন করা যায়।

• অধিক নিরাপদ।

• দামে কম।

• অধিক দূরত্বে ডেটা প্রেরণ।

• অধিক গতিতে ডেটা প্রেরণ।

 

কো-এক্সিয়াল ক্যাবলের সুবিধা

• ফাইবার অপটিক ক্যাবলের তুলনায় দামে সস্তা।

• অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এ ক্যাবল ব্যবহৃত হয়।

• টুইস্টেড পেয়ার ক্যাবলের চেয়ে অধিক দূরত্বে ডেটা পাঠানাে যায়।

• ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়।

• এই ক্যাবল টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়।

• কো-এক্সিয়াল ক্যাবল সহজেই ইনস্টল করা যায়।

 

কো-এক্সিয়াল ক্যাবলের অসুবিধা

• টুইস্টেড পেয়ার ক্যাবল অপেক্ষা কিছুটা ব্যয়বহুল।

• কো-এক্সিয়াল ক্যাবলের মাধ্যমে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযােগ স্থাপন করা কিছুটা কঠিন।

• তারের দৈর্ঘ্যের উপর ডেটা ট্রান্সমিশন রেট নির্ভর করে।

• রিপিটার ছাড়া ১ কিলােমিটার বেশি দূরে ডেটা পাঠানাে যায় না।

 

কো-এক্সিয়াল ক্যাবলের ব্যবহার

• কো-ক্যাবল প্রধানত লােকাল এরিয়া নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়।

• ক্যাবল টিভি সিস্টেমে এর ব্যবহার দেখা যায়।

 

Tags :

  • কো এক্সিয়াল ক্যাবল এর সুবিধা ও অসুবিধা
  • কো এক্সিয়াল co axial ক্যাবলে কোনটি outer conductor হিসেবে কাজ করে
  • কো এক্সিয়াল ক্যাবল কয় ভাগে বিভক্ত
  • কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?
  • কোন ক্যাবলে ডেটা ট্রান্সমিশনে সবচেয়ে বেশি উপযোগী
  • ফাইবার অপটিক্যাল ক্যাবল
  • কো এক্সিয়াল কেবল কি?
  • কো এক্সিয়াল ক্যাবলের ডাটা ট্রান্সফার রেট কত?
  • কোনটি coaxial ক্যাবলের অংশ?
  • কোন অংশ CO Axial Cable কে Noise থেকে রক্ষা করে?
  • ফাইবার অপটিক ক্যাবল কি ধরনের সিগন্যাল ট্রান্সমিট করে?
  • নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে বহুল ব্যবহৃত কেবল কোনটি?
  • বড় ধরনের নেটওয়ার্কে সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয় কেন?
  • ফাইবার অপটিক ক্যাবল ই এম আই মুক্ত কেন?
  • নেটওয়ার্ক টপোলজি কি ও কত প্রকার?

Leave a Comment