দ্রুতি কি? দ্রুতি কোন ধরনের রাশি? দ্রুতির মাত্রা এবং একক কি?

 

দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। অন্যভাবে বলা যায় যে, সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। একে V দ্বারা প্রকাশ করা হয়। এটি একটি স্কেলার রাশি অর্থাৎ এর শুধু মান রয়েছে দিক নাই।

দ্রুতির মাত্রা LT-1 এবং S.I. পদ্ধতিতে একক ms-1।

 

 

গড় দ্রুতি

 

যে সকল ভৌত ধর্মগুলোর দিক দিয়ে চিন্তা করলে দ্রুতি দ্বারা মূলত তাৎক্ষণিক দ্রুতি বোঝায়। কিন্তু বাস্তব পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গড় দ্রুতি শব্দটি। নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্বকে উক্ত সময় দ্বারা ভাগ করলে গড় দ্রুতি পাওয়া যায়। যেমন: কেউ যদি ২ ঘণ্টায় ৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তবে তার গড় দ্রুতি হবে, ৬০/২ = ৩০ কিমি/ঘণ্টা। কিন্তু তার তাৎক্ষণিক দ্রুতি সময়ের সাথে দ্রুত পরিবর্তিত হয় এবং এ থেকে অনেক কম বেশিও হতে পারে, আবার শূন্যও হতে পারে।

 

 

বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ

 

নিচে বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ উল্লেখ করা হলো:

 

সাধারণ শামুকের দ্রুতি = ০.০৩৬ কিমি/ঘ (০.০০২৩ মা/ঘ)

 

দ্রুত গতিতে হাঁটার দ্রুতি = ৬ কিমি/ঘ (৩.৭৫ মা/ঘ)

 

অলিম্পিকের দৌড়বিদদের দ্রুতি = ৩৬ কিমি/ঘ (২২.৫ মা/ঘ) (১০০ মিটারে গড় দ্রতি)

 

ফরাসি মহাসড়কে দ্রুতির সীমা = ১৩০ কিমি/ঘ (৮০ মা/ঘ)

 

একটি বোয়িং ৭৪৭-৮ বিমানের ভ্রমণের দ্রুতি = ১০৪৭.৪১ কিমি/ঘ (৬৫০.৮৩ মা/ঘ)

 

আকাশপথে সবচেয়ে বেশি দ্রুতি অর্জনের রেকর্ড = ৩,৫২৯ কিমি/ঘ (২,১৮৮ মা/ঘ)

 

নভোখেয়াযান যখন ফিরে আসে, তখন তার দ্রুতি = ২৮,০০০ কিমি/ঘ (১৭,৫০০ মা/ঘ)

 

 

দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি?

 

নিচে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো–

 

দ্রুতি

 

সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে।

 

দ্রুতির শুধু মান আছে।

 

শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়।

 

বেগ

 

সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে।

 

বেগের মান ও দিক উভয়ই আছে।

 

মান অথবা দিকের পরিবর্তন হলেই বেগের পরিবর্তন হয়।

 

 

আরো পড়ুনঃ-

 

১। সরল দোলন গতি কাকে বলে? সরল দোলন গতির উদাহরণ, বৈশিষ্ট্য ও ব্যবহার।

 

২। কম্পনশীল সুরশলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন?

 

৩। রৈখিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি কাকে বলে?

 

৪। বৃত্তীয় গতি কাকে বলে? সুষম ও অসম বৃত্তীয় গতি কাকে বলে?

 

৫। পর্যাবৃত্ত গতি (Periodic motion) কাকে বলে? পর্যায় বৃত্ত গতির উদাহরণ।

 

৬। মিশ্র গতি বা জটিল গতি কাকে বলে?

 

৭। মুক্তিবেগ কাকে বলে? রকেটের বেগ মুক্তিবেগ নয় কেন?

 

৮। ত্বরণ কি? ত্বরণ কোন ধরনের রাশি? ত্বরণের মাত্রা এবং একক কি?

 

 

Tags :

 

দ্রুতি কি?; দ্রুতি কাকে বলে?; গড় দ্রুতি ও গড় বেগ কাকে বলে?; দ্রুতি কি রাশি?; দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি?; দ্রুতির এসআই একক কি?; গড় দ্রুতি নির্ণয়ের সূত্র কি?; আপেক্ষিক দ্রুতি কাকে বলে?; দ্রুতি ও বেগের মাত্রা এক হলেও রাশি দুটি এক নয় ব্যাখ্যা কর; সম দ্রুতি কাকে বলে?; দ্রুতি কত প্রকার ও কি কি?; অসম দ্রুতি কাকে বলে?: তরঙ্গ দ্রুতি কাকে বলে?;

 

 

Leave a Comment