আন্তর্জাতিক আদালত কি? আন্তর্জাতিক আদালতের কাজ কি?

আন্তর্জাতিক আদালত হচ্ছে জাতিসংঘের একটি প্রধান অঙ্গ। এই আদালতের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন বিবাদের মীমাংসা করা হয়। বিশ্বের বিভিন্ন সমস্যার যৌক্তিক সমাধানে এ আদালত কাজ করে যাচ্ছে। নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতের কার্যালয় অবস্থিত।

 

কার্যক্রম

জাতিসংঘদ্বারা ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। আদালত ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে, আন্তর্জাতিক ন্যায়বিচারের স্থায়ী আদালতের উত্তরসুরি হিসাবে। পূর্বসূরির মতই এটিও সাংবিধানিক নথিপত্র দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। আদালত বৈচিত্র্যময় বিচারিক কার্যক্রম পরিচালিত করে থাকে। আজ পর্যন্ত, আন্তর্জাতিক আদালতে অল্প কিছু মামলা পরিচালিত হয়েছে। যাই হোক, ১৯৮০ সালের পর থেকে দৃশ্যত আদালতের ব্যবহার বেড়েছে বিশেষত উন্নয়নশীল দেশগুলোর কাছে।

 

বিচারক নির্বাচন

আন্তর্জাতিক আদালত ৯ বছর মেয়াদি ১৫ জন বিচারক দ্বারা পরিচালিত। বিচারকগন স্থায়ী সালিস আদালতের মনোনীত তালিকা থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকে। এই নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক আদালতের অনুচ্ছেদ ৪-১৯ –এর মাধ্যমে হয়ে থাকে। আদালতের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য প্রতি ৩ বছর পর পর ৫ জন বিচারক নির্বাচন করা হয়। কোন বিচারক মারা গেলে, সাধারনত বাকি সময়ের জন্য বিশেষ নির্বাচনের মাধ্যমে বিচারক নির্বাচন করা হয়। একই দেশ থেকে দুই জন বিচারক থাকে না। অনুচ্ছেদ ৯ অনুসারে আদালতের সদস্যপদ ‘মৌলিক সমাজ ব্যবস্থা ও শীর্ষস্থানীয় আইন ব্যবস্থা’ কে প্রতিনিধিত্ব করে। মূলত, সকল ধরনের বিদ্যমান আইন। জন্মলগ্ন থেকে, নিরাপত্তা পরিষদের ৫ সদস্যের (ফ্রান্স, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র) মধ্যে ৮ জনের বিচারক সবসময় এই আদালতে থাকে। শুধুমাত্র চীন কোনো নাম না দেওয়ার কারণে, এই আদালতে কোন ) বিচারক (১৯৬৭ থেকে ১৯৮৫ ছিল না।

অনুচ্ছেদ ৬ অনুসারে সকল বিচারক দেশ – জাতি নির্বিশেষে উন্নত নৈতিক চরিত্রের অধিকারি নির্বাচিত হবেন যারা নিজ দেশে সরবোচ্চ বিচার কার্যালয়ে উপযুক্ত এবং আন্তর্জাতিক আইন সম্পর্কে ব্যাপক ধারণা রাখেন। বিচার ব্যবস্থার স্বাধীনতা অনুচ্ছেদ ১৬-১৮ দ্বারা নিশ্চিত করা হয় এবং আদালতের বিচারকেরা অন্য কোন পদে বা পরামর্শক হিসাবে কাজ করতে পারবেন না। সাধারনত এই আদালতের বিচারকেরা নিজস্ব নৈতিকতা দিয়ে এই আইন মেনে চলেন। কোন বিচারককে বরখাস্ত করা যাবে যদি বাকি বিচারকেরা সর্বসম্মত হন। বিচারকেরা সম্মিলিত বাঁ পৃথক মতামত দিতে পারেন। সিদ্ধান্ত এবং পরামর্শ মতামত সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে হয়। সমসংখ্যা মতামতের বিষয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্ত চূড়ান্ত। বিচারকেরা কোন বিষয়ে ভিন্নমত পোষণ করতে পারেন।

 

Tags :

  • আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট কে ২০২২
  • আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত
  • আন্তর্জাতিক আদালতের এখতিয়ার
  • আন্তর্জাতিক আদালতের ক্ষমতা
  • আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কত
  • আন্তর্জাতিক আদালতের বিচারকের কার্যকাল কত বছর
  • আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা কত
  • আন্তর্জাতিক আদালতের বর্তমান সভাপতি কে
  • আন্তর্জাতিক অপরাধ আদালতের ১২৩ তম সদস্য
  • আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত
  • আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ
  • আন্তর্জাতিক আদালত কী
  • আন্তর্জাতিক অপরাধ আদালত ত্যাগকারী সর্বশেষ দেশ কোনটি?

Leave a Comment