ওয়াটমিটার কাকে বলে? ওয়াটমিটার কত প্রকার ও কি কি?

 

যে যন্ত্র বা ইন্সট্রুমেন্টের সাহায্যে কোনো বৈদ্যুতিক বর্তনীর পাওয়ার সরাসরি ওয়াট এককে পরিমাপ করা হয়, তাকে ওয়াটমিটার (Wattmeter) বলে। ওয়াটমিটারে দুটি কয়েল থাকে। একটি কারেন্ট কয়েল এবং অপরটি প্রেসার কয়েল। কারেন্ট কয়েল লোডের সাথে সিরিজে সংযোগ করা হয়। এতে মোটা তারের কমসংখ্যক প্যাঁচ থাকে। ফলে এর রেজিস্ট্যান্স কম মানের হয়। প্রেসার কয়েল লাইনের সাথে প্যারালালে সংযোগ করা হয়। এতে সরু তারের বহুসংখ্যক প্যাঁচ থাকে। ফলে এর রেজিস্ট্যান্স উচ্চমানের হয়।

 

ওয়াটমিটারের প্রকারভেদ (Types of Wattmeter)

ওয়াট মিটার প্রধানত চার প্রকার। যথা:-

১. ডায়নামোমিটার বা ইলেকট্রোডাইনামিক ওয়াট মিটার।

এটি আবার দুই প্রকারের হতে পারে। যথা- ক. সাসপেনডেড কয়েল, টরশন হেড ডাইনামোমিটার ওয়াট মিটার; খ. পিভোটেড কয়েল, ডাইরেক্ট ইন্ডিকেটিং ডাইনামোমিটার ওয়াট মিটার।

২. ইন্ডাকশন টাইপ ওয়াট মিটার

৩. ইলেকট্রোস্ট্যাটিক টাইপ ওয়াট মিটার

৪. থারমাল টাইপ ওয়াট মিটার।

Leave a Comment